Latest News

সেচ্ছাসেবক দল ওয়েষ্ট মিডল্যান্ড শাখার সম্মেলন

এসবিএন ডেস্ক.জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ওয়েষ্ট মিডল্যান্ড শাখার সম্মেলন উপলক্ষে ২৫শে নভেম্বর বার্মিংহামের লজেলসের একটি রেষ্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যাক নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন  জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ওয়েষ্ট মিডল্যান্ড শাখার আহবায়ক ছমির আলী। স্বেচ্চাসেবক দলের নেতা আওলাদ হোসেনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির আহমদ শাহিন। আর প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হোসেন। বক্তব্য রাখেন ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দল খালিক,সদস্য সচিব হরমুজ আলী,যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ গিলমান, যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপির  সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা, কভেন্টী বিএনপির যুগ্ন সম্পাদক জামিল আহমদ,বার্মিংহাম যুবদলের সভাপতি গুলজার আহমেদ ফয়ছল,সাধারণ সম্পাদক রাসেল আহমেদ,লুটন সেচ্ছাসেবক দলের সভাপতি মাহমদুল মজিদ চৌধুরী, লন্ডন মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক মিছবাহ বি এ চৌধুরী, বার্নলী সেচ্ছাসেব দলের আহবায়ক ফয়জুন নুর,ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির আমিনুর রশীদ, আব্দুল কবির, মজনু মিয়া, ওয়ালী মুক্তা,নুরুজ্জামান,যুবদলের কয়ছর আলী শাহিন,আব্দুল কাইয়ুম, মোদাচ্ছির খানঁ,বুরহান উদ্দিন,সেচ্ছাসেবক দলের ঈদন আলী, শাহজাহান,সৈয়দ রুপন আলী, আহাদ উদ্দিন, আঈন উদ্দিন, আব্দুর নুর,বাবরুল ইসলাম,রফু মিয়া,সজিব,সেলিম,ইসলাম খান,সাব্বির আহমদ প্রমূখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আওলাদ হোসেনকে সভাপতি ও ঈদন আলীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ওয়েষ্ট মিডল্যান্ড শাখার কমিটি ঘোষণা করা হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com