এসবিএন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশান
কার্যালয়ের মূল ফটকে পুলিশের নিক্ষেপ করা পিপার স্প্রেতে মহিলা দলের ১০ নেতাকর্মী
আহত হয়েছেন। সোমবার
বিকেলে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন কার্যালয় থেকে পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে
বের হওয়ার চেষ্টা করলে পিপার স্প্রে করে পুলিশ। এ সময় পুলিশের ছোঁড়া পিপার স্প্রে গ্যাসে
মহিলা দল সভাপতি নুরে আরা সাফা,
সাধারণ সম্পাদক শিরিন সুলতানা এবং সাবেক এমপি আসিফা আশরাফি
পাপিয়া, রেহেনা আক্তার রানু ও রাশেদা বেগম হীরা আহত হন। আহত মহিলা দল নেত্রীদের মধ্যে
আরো রয়েছেন- সুলতানা আহমেদ, ফরিদা ইয়াসমিন, নিলুফার চৌধুরী মনি, ফারজানা রহমান হোসনা ও আয়শা সিদ্দিক মানি। অসুস্থতার খবর পেয়ে রাতে ডা.
শামীমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল গুলশান কার্যালয়ে আসেন। সেখানে
চেয়ারপারসন খালেদা জিয়াসহ অসুস্থদের অন্যান্যদের চিকিৎসা দেয়া হয়। চর্ম বিশেষজ্ঞ ডা. শামীম
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,
পিপার স্প্রের কেমিক্যাল স্কিনে ওয়েলিভাব তৈরি করে, যা ত্বকে জ্বালাও-পোড়াওভাব অনুভূত হয়। অসুস্থ সবাইকে চিকিৎসা দেয়া
হয়েছে। এখন তারা ভালো আছেন।