Latest News

মাদ্রিদে কন্সেখাল দে প্রেসিডেন্টের সাথে বাংলাদেশি ব্যবসায়ীদের মতবিনিময়

সেলিম আলম, মাদ্রিদ: কন্সেখাল দে প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি নিয়ে আলোচনার জন্য  সাক্ষাত করেছে বাংলাদেশি ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। গত ১৬ জানুয়ারি মাদ্রিদস্থ আয়োন্দামেন্তের কন্সেখালের কার্যালয়ে দু পাক্ষিক এ আলোচনায় বাংলাদেশের চলচ্চিত্র, সংস্কৃতি, পোষাক ও খাবার নিয়ে একটি মেলা আয়োজনের বিষয়টি গুরুত্ব পায়। কন্সেখাল দে প্রেসিডেন্টের কর্ম কর্তা ডেবিড ইগুডিও মেলার স্থান লাভাপিয়েস প্লাজা ও বিবলটেকা মাঠের কথা উল্লেখ করেন এবং বিষয়টি আন্তরিকতার সাথে বিবেচনা করবেন বলে জানান। মতবিনিময় ও আলোচনায় বিজনেস এসোসিয়েসনের নেতৃবৃন্দের মধ্যে সভাপতি আবুল হুসেন ও বেলাল আহমেদ এবং বাংলাদেশি কমিউনিটির পক্ষে  লুতফুর রহমান, সামিমা বেগম, আবেদা সুলতানা, আবু জাফর রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্যোক্তরা মনে করেন, এ মেলা আয়োজন করতে পারলে বাংলাদেশের সংস্কৃতিকে স্পেনে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে এবং এতে বাংলাদেশ লাভমান হবে। মেলার  চুড়ান্ত অনুমোদন পাওয়া পর্যন্ত তাদের এ প্রচেষ্টা অব্যহত থকবে  বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com