সেলিম
আলম ,মাদ্রিদ : স্পেন বিএনপি'র
উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের
জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গত ১৯ জানুয়ারি
মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে স্পেন বিএনপি'র সভাপতি খোরশেদ আলম মজুমদারের
সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম পংকি’র পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায়
বক্তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে বলেন, বিরোধী দলের নেত্রিকে সরকার অবরুদ্ধ করে যেমন
রাখতে পারেনি, তেমনি গনতন্ত্র মুক্তির এ
আন্দোলনে সরকার বাধ্য হবে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমাতা হস্থান্তর
করতে। সভাত বক্তব্য রাখেন মোজাম্মেল হক
মনু, মিজানুর রহমান বিপ্লব, মোখলেসুর রহমান দিদার, মিল্টন
ভূইয়া কচি, মোরশেদ আলম তাহের,
সোহেল ভূইয়া, আওয়াল খান , কাজী
জসিম, আবুজাফর রাসেল ,
বুলবুল আহমেদ, নাজু ইসলাম, শাওয়ন আহমেদ ,
ফজির আলী নাদিম প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগনের
ভোটের অধিকার কেড়ে নিয়ে,
ধোকা দিয়ে বোকা বানিয়ে স্বৈরশাসন কায়েম করেছে আওয়ামীলীগ
সরকার। গনতন্ত্র,
মানবাধিকার, আইনের শাসন আজ এক ব্যক্তির হাতে
বন্দি। শেখ হাসিনার পতন না হলে গণতন্ত্রের মুক্তি নেই। আলোচনা শেষে অনুষ্ঠিত দোয়ায় শহীদ জিয়ার বিদেহী
আত্মার মাগফেরাত কামনা করা হয়।