এসবিএন :বাংলাদেশে বিরাজমান বর্তমান প্রেক্ষাপট নিয়ে স্পেনের
কাতালোনিয়া আওয়ামিলীগের এক পক্ষ আয়োজন করে সাংবাদিক সম্মেলন। গত ২৩শে জানুয়ারী বার্সেলোনার
স্থানীয় একটি হলে সংগঠনের সভাপতি নুরে জামাল খোকনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ
করেন যুগ্ম সম্পাদিকা খাদিজা আক্তার মনিকা।
বক্তব্যে বাংলাদেশে নাশকতা স্মৃষ্টিকারী দল বিএনপি এবং জামাত শিবিরের কড়া
সমালোচনা করে তথা কথিত গনতন্ত্র পূনরুদ্ধারের নামে হত্যা, লুটপাট
এবং বোমাবাজি বন্ধের আহবান জানান। সাংবাদিক সম্মেলনে এ সময় কাতালোনিয়া আওয়ামিলীগের
প্রধান উপদেষ্ঠা ফারুক মিয়া ছাড়াও উপস্থিত ছিলেন আজিম মাহমুদ, এমরান
হোসেন, শাহিদ আলী, শাহরিয়ার আলম,
আলী হোসেন, আক্তার হোসেন, শাহাব উদ্দিন, বাবলু
বকস প্রমূখ।