Latest News

স্পেন বিএনপির আলোচনা ও শোক সভা অনুষ্টিত

সেলিম আলম, মাদ্রিদ : ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও জাতীয়তাবাদী শক্তিকে দেশের জনগণকে সাথে নিয়ে গনতন্ত্র রক্ষার আন্দোলনে  ঝাঁপিয়ে পড়ার আহ্বান  জানিয়েছে স্পেন বিএনপি ।  বাংলাদেশের গনতন্ত্র রক্ষায় চলমান আন্দোলনকে গতিশীল করা বিষয়ক আলোচনা ও শোক সভায় এ আহ্বান জানানো হয় ।   গত ২৫ জানুয়ারি মাদ্রিদের স্থানীয় এক রেষ্টুরেন্টে  স্পেন বিএনপির  সভাপতি খুরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল কাইউম পংকি ও মোর্শেদ আলম তাহের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্টিত হয় । প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের  সহ সভাপতি মোজাম্মেল হক মনু , মিজানুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোখলেচুর রহমান দিদার , সেলিম মিয়া, ইসলাম উদ্দিন পংকি, স্পেন যুবদল সভাপতি রমিজ উদ্দিন, রিয়াজ উদ্দিন লুৎফুর  , নাজমুল ইসলাম, কাজী জসিম, আব্দুল আওয়াল, ফখরুল হাসান , আবু জাফর রাসেল, হুমায়ুন কবির রিগ্যান , ছানুর মিয়া সাদ, বুল বুল আহমেদ, খায়রুল আলম পলাশ, মাসুদ আহমেদ, জাহিদ হাসান  প্রমুখ । বক্তরা বলেন, দেশ ১৯৭১ সালে প্রথম  ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ২য় বার স্বাধীন হয়েছিল, এখন আরেকবার দেশের গনতন্ত্র এবং স্বাধীনতা বাকশালীদের হাত থেকে রক্ষা

 করতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ধর্যের সহিত আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বক্তারা বলেন, জিয়া পরিবারকে নির্যাতন নিপীড়ন করে শেখ হাসিনার সরকার দেশ ছাড়া করে   এবং  পুত্র শুকে শুকাহত জননেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বর্তমান অবৈধ প্রধান মন্ত্রীর সাজানো  নাটক মঞ্চস্থ করেছে , বেগম খালেদা জিয়া ও তার শুকসন্তপ্ত পরিবারকে সমবেদনা ও সহমর্মিতা জানান । এর আগে আরাফাত রহমান কোকোর গায়বানা জানাজা বাংলাদেশ মসজিদ বায়তুল মোকাররামে অনুষ্টিত হয় । তারা বেগম খালেদা জিয়াকে মনোবল না হারিয়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আন্দোলনকে গতিশীল রাখার আহবান জানান।  
    

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com