সেলিম আলম, স্পেন
: বাংলাদেশের
সাবেক দুইবারের প্রধান মন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়ার গুলশান কার্যালের বিদ্যুতের লাইন, ইন্টারনেট, ক্যাবল টিভির সংযোগ বিচ্ছিন্ন
করার প্রতিবাদে
সভা করেছে স্পেন বিএনপি । ৩১ শে
জানুয়ারী মাদ্রিদের স্হানীয় এক রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি খুরশেদ আলম মজুমদারের
সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম পংকির পরিচালনায় বাংলাদেশের
অবৈধ প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিরোধী
দলীয় নেত্রীর উপর অমানবিক আচোড়ন সৃষ্টী করে দেশ নেত্রী খালেদা হত্যার পায়তারা
চালাচ্ছেন তাহা কখন ও দেশের জনগণ মেনে নিবে না ।দেশের গণতন্ত্র মুক্তি আন্দোলন
চলছে চলবে তাহাতে স্বৈরাচার সরকারে পতন ঘটানো জন্য দেশের আপামর জনগন দুর্বার
আন্দোলন গড়ে তুলবে তাহা অবৈধ প্রধান মন্ত্রী বুঝতে এখন বাকি নাই । দেশনেত্রী খালেদা জিয়াকে পথ রোধ করে সাধারন
জনগনকে রোধ করা যাবে না ।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহ
সভাপতি মিজানোর রহমান বিপ্লব, মোখলেচুর
রহমান দিদার, মোর্শেদ আলম তাহের, সেলিম
মিয়া, আব্দুল মোতাল্লেব বাবুল, আরিফ
সরকার, আবুজাফর রাসেল, হুমায়ুন
কবির রিগ্যান, খায়রুল আলম পলাশ প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশের অবৈধ প্রধান মন্ত্রী শেখ হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ,র্যাব,বিজিবিকে
প্রকাশ্যে ২০ দলের নেতাকর্মীদের উপর গুলি চালানোর যে হুকুম দিলেন তাহাতে মনে এ
সরকার খুনি সরকারে এ সরকারের কাছে মানবাধিকার বা গণতন্ত্র বলতে কিছু নেই । বক্তারা বলেন, আগামী দিনে জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে শেখ হাসিনাকে হুকুমের আসামী করে
দেশের হাজারো মায়ের বুক খালি করে রক্তে রঞ্জিত করেছেন তাহার বিচার বাংলার মাটিতেই
হবে ।বক্তারা অবিলম্বে মিথ্যা মামলায় আটক নেতা কর্মীদের মুক্তি দাবি করেন ।