সেলিম আলম, মাদ্রিদ : স্বাধীনতা ফোরাম এর
কেন্দ্রীয় প্রতিষ্টাতা সভাপতি আবু নাসের মোহাম্মেদ রহমতুল্লাকে গ্রেফতারের
প্রতিবাদ ও মুক্তির দাবীতে সভা করেছে স্বাধীনতা ফোরাম অব স্পেন । গত ২৬ জানুয়ারি মাদ্রিদের
স্থানীয় এক রেষ্টুরেন্টে সংগঠনের সমন্বয়কারী আবু সায়েম মিয়ার সভাপতিত্বে ও হুমায়ুন কবির রিগ্যান ও সানুর মিয়া ছাদ এর যৌথ পরিচালনায় এ
সময় বক্তব্য রাখেন খোরশেদ আলম মজুমদার, আল মামুন, সাংবাদিক বকুল খান, আব্দুল কাইয়ুম পঙ্কি, মিল্টন ভুইয়া কচি, রমিজ উদ্দিন , ফজলে এলাহী, নাজু ইসলাম, খায়রুজ্জামান জামান, আবুল হাসেম মেম্বার, পলাশ প্রমুখ। বক্তারা বলেন বর্তমান
সরকার মানুষের মত প্রকাশের স্বাধীনতা খর্ব , গনতন্ত্র হত্যা ও মানবাধীকার লঙ্ঘন করে আবু নাসের সহ সকল
দেশ প্রেমিক, সৎ সাহসী দের গ্রেফতার করে নির্মম নির্যাতন চালাচ্ছে, তাই দেশের জনগন কে
ঐক্যবদ্ব্য ভাবে সরকার পতনের আন্দোলনে শরিক হয়ে ইমানী দায়িত্ব পালন করতে আহবান
জানান এবং অবিলম্বে আবু নাসের এর মুক্তি দাবী করেন।