Latest News

মাদ্রিদে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সেলিম আলম, মাদ্রিদ: বাকশালীদের কাছ থেকে বাংলাদেশের গনতন্ত্র উদ্ধারের জন্য দল মতের উর্ধ্বে এসে আন্দোলনের জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে স্পেনে বসবাসরত সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে অনুষ্টিত আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন। গত ১ জানুয়ারি   মাদ্রিদের স্থানীয় একটি রেষ্টুরেন্টে স্পেন ছাত্রদলের সাবেক যুগ্ম  আহ্বায়ক আবুজাফর রাসেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব হুমায়ুন কবির রিগ্যানের পরিচালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন স্পেন বিএনপি'র সহ সভাপতি জামাল উদ্দিন মনির, মিজানুর রহমান বিপ্ল¬, সাংঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দিদার, যুবদল সভাপতি রমিজ উদ্দিন, স্বেচ্ছা সেবক দলের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন লুতফুর, আব্দুল আওয়াল খান, সানোর মিয়া সাধসাওন আহম্মদ, শিফার আহমেদআকাশ ফাহমিদ, রোমান আহমেদ, আমিন চৌধরী, সাইদুল হক টিপু, আলীনুর, সুহেল আহমেদ, ইমরান আহমেদ, মাহিম, ফয়জুর রহমান, রাসেল আহমেদ, ফজির আলী নাদিম প্রমুখ।

 বক্তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে আরো বলেনযারা বাকশাল দেখেনি, তাদের জন্য বর্তমান সরকারের কার্যক্রমই যথেষ্ট।  বাংলাদেশে বিরোধী দলগুলোর সভা সমাবেশ করার গণতান্ত্রিক  অধিকার হরণ এবং হত্যা,গুম ও নির্যাতনের মাধ্যমে দেশে আতঙ্ক সৃষ্টি করে ক্ষমতা দখল করে আছে নাস্তিক আওয়ামীলীগ। সভায় দেশ রক্ষার জন্য প্রবাস থেকেও খালেদা জিয়ার আন্দোলনের  ডাকে  সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com