তারা এ সময় শেখ মুজিবের পাকিস্থান কারাগারে নির্যাতনের চিত্র ও বাংলাদেশে প্রত্যাবর্তনের ইতিহাস তুলে ধরেন। স্পেন আওয়ামীলীগের সভাপতি শাকিল খান পান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়নের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে সর্ব ইউরোপীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ গণি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধবংস করে দেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানানোর অপচেষ্টা করছে। এ সকল অপ রাজনীতির বিরুদ্ধে দেশ বিদেশের সকলকে সোচ্চার হয়ে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সিলেট ৩ আসনের সাংসদ, রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্টাতা ও জাতীয় সংসদের প্যানেল স্পিকার মাহমুদ উস সামাদ কয়েস চৌধুরীও টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্টানে বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্পেন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন আতা, সহ সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, ফয়জুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, উপদেষ্টা একেএম জহিরুল ইসলাম, যুবলীগ সভাপতি সেলিম রেজা, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আয়ুব আলী সোহাগ, দবির তালুকদার প্রমূখ।