এসবিএন ডেস্ক : ছোট ছেলের মৃত্যুতে শোকে
মুহ্যমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে তার গুলশান
কার্যালয়ে এসেও ফিরে যেতে হলো আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শনিবার
রাত সাড়ে ৮টায় তিনি সেখানে পৌঁছান।
কিন্তু শোকে বিহ্বল খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বলে জানালো
হলে তিনি মূল ফটক থেকেই ফিরে যান। অবশ্য প্রধানমন্ত্রী তার
গাড়ি থেকে নামলেও খালেদা জিয়ার কার্যালয়ের ফটক খোলা হয়নি। এর আগে শনিবার
সন্ধ্যা সোয়া ৭টায় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মো. নুর এলাহি মিনা বিষয়টি নিশ্চিত
করেন। এর আগেই খালেদার গুলশান কার্যালয়ের আশেপাশে নিরাপত্তা
জোরদার করা হয়। এসএসএফ,
পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। তবে রাত সাড়ে ৮টার কিছু আগেই খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সাংবাদিকদের
জানান, শোকে অস্থির খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। উল্লেখ্য, এর আগে
দুপুরে মালয়েশিয়ায় মারা গেছেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত
রহমান কোকো। সকালে
বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সর্বশেষ
বিশিষ্ট বিজ্ঞানী ও শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুতে ২০০৯ সালের ৯ মে
সমবেদনা জানাতে ধানমণ্ডির সুধা সদনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে দুই নেত্রীর
মধ্যে কথা হয়। এরপর গত ২৬ অক্টোবর অবশ্য ফোনে তাদের কথা হয়েছিল কিন্তু সেটা মোটেও উষ্ণ ছিল না।