সেলিম আলম, মাদ্রিদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস
চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে অশালীন মন্ত্যব্যের প্রতিবাদে সভা করেছে স্পেন
যুবদল। গত ২৫ ডিসেম্বর মাদ্রিদের স্থানীয় এক রেষ্টুরেন্টে আয়োজিত এ প্রতিবাদ সভায়
সভাপতিত্ব করেন সংঠনের ভার প্রাপ্ত সভাপতি
কাজী জসিম। সাধারন সম্পাদক আব্দুল আওয়াল খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক
সময়ে বেগম খালেদা জিয়ার আদালতে উপস্থিতি নিয়ে বিএনপির নেতা কর্মীদের উপর
ছাত্রলীগের হামলার নিন্দা জানানো হয়। সভায়
প্রধান অথিতির বক্তব্য রাখেন স্পেন বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম পঙ্কি।
প্রবাসে রাজনীতিবিদদের করণীয় হিসাবে দেশের দলীয় কর্মীদের প্রেরনা যোগানোর
আহবান জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফখরুল হাসান, দুলাল আহমেদ, মিজানুর রহমান বিপ্ল¬ব, মোখলেছুর রহমান দিদার, মোর্শেদ আলম তাহের, মহসিন মোল্লা , মাসুদ আকন্দ, বুলবুল আহমেদ, মইন উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা আবু
জাফর রাসেল, হুমায়ূন কবির রিগ্যান প্রমুখ। বক্তারা
বর্তমান সরকারকে জালিম এবং ডিজিটাল বাকশালী সরকার আখ্যায়িত করে বলেন, কঠোর আন্দোলের মাধ্যমে দেশে আবার গনতন্ত্র প্রতিষ্টার জন্য
দেশপ্রেমিক সকল জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।