সেলিম
আলম, মাদ্রিদ: বিজয় দিবস উপলক্ষে গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন এর উদ্যোগে
আয়োজিতত আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি
ওসমানীকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এ
মহান ব্যক্তিত্বকে ভুলে গেলেও বাংলাদেশের জনগণ স্মরণ রাখবে চিরদিন। মাদ্রিদে
বাংলাদেশ এসোসিয়েশন এর হলরুমে আয়োজিত এ
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল মামুন। সেলিম আলম ও আবু জাফরের যৌথ
পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আরো বলেন, স্বধীনতার ৪৪ বছর পার হলেও বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষে এখনও পৌঁছাতে পারেনি।
রাজনৈতিক অদূরদর্শিতার কারনে দেশ ক্রমশ পিছিয়ে পড়ছে। আমাদেরকে নিজ নিজ অবস্থানে
থেকে দেশকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিজয় দিবস ও আমাদের অর্জন নিয়ে
বক্তব্য রাখেন সিলেটের প্রবীন নেতা ও সাবেক নির্বাচন কমিশনার আবুল খায়ের, সংগটনের উপদেষ্টা জালাল উদ্দিন, সহ
সভাপতি আব্দুল কাইউম সেলিম,
রিয়াজ উদ্দিন লুতফুর, উপদেষ্টা লুতফুর
রহমান, নুর মিয়া, হুমায়ুন
কবির রিগ্যান, সানুর মিয়া সাধ,
সাইদুল ইসলাম টিপু, বাবলু আহমেদ প্রমুখ। বক্তারা সকল রাজনৌতিক দলগুলোকে দেশের উন্নয়নে
প্রতিহিংসা পরিহার করে এক হয়ে কাজ করারা অনুরোধ জানান এবং প্রবাসে বাংলাদেশের
সুনাম অক্ষুন্ন রাখতে স্পেনের আইন মেনে চলা ও অবৈধ কোন কাজের সাথে জড়িত না হওয়ার
জন্য সকল প্রবাসীদের আহবান জানান। মাওলানা সামিম আহমেদের পবিত্র কোরয়ান তিলাওয়াতের
মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে সকল শহীদ, অসুস্থ মুক্তিযোদ্ধা,
তাদের পরিবারবর্গ সহ দেশের শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের জন্য
বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা জহির উদ্দিন।