নাজমুল
হোসেন,মিলান : নন রেসিডেন্ট বাংলাদেশী
সাংবাদিক সমিতি এনআরবিজাই এর দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৪
জানুয়ারী সন্ধ্যায় রোমের সুন্দরবন রেষ্টুরেন্টে কাউন্সিল দুধাপে অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনে এনআরবিজাইর আহ্বায়ক হাসান মাহমুদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব
মনিরুজ্জামান মনির এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রোমের প্রবীন সাংবাদিক, এনআরবিজাই
এর প্রধান উপদেষ্টা লুৎফর রহমান। প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান বলেন, সাংবাদিকরা
বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এটাই তাদের কাজ। সাংবাদিকরা যেন কারোর হুমকি ধামকির
কারনে কোন রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত না হয় এবং সাংবাদিকরা পারে সুষ্ঠ ও
সুন্দর সমাজ গঠনে ভুমিকা রাখতে, রোমের সাংবাদিক সমাজ বিগত দিনে সমাজ উন্নয়নে অনেক ভুমিকা
রেখেছে। প্রবাসের মাটিতে শত কর্মব্যস্ততার মাঝেও মিডিয়ার মাধ্যমে ভিন্ন ভাষাভাষী
মানুষের কাছে নিজের দেশের কৃষ্টি সংস্কৃতি যে ভাবে তুলে ধরছে, তা
সত্যিই প্রশংসার দাবীদার। তিনি আরো বলেন- এনআরবিজাই এর মাধ্যমে রোমের সাংবাদিকরা
দেশ ও জাতিকে বিদেশী এবং প্রবাসে বেড়ে উঠা আগামী প্রজন্মের কাছ তুলে ধরতে অগ্রনী
ভুমিকা রাখবে এ আহ্বান জানান। এ সময় আরো বক্তব্য রাখেন হাবিবুর রহমান চুন্ন, শাওন
আহমেদ, একে জামান, ইফতেখারুল আলম কনক,
এম এম হক রাজু, মশিউর রহমান মিন্টু, আল আমিন, রিয়াজ
হোসেন, ইসতেগফার তৌফিক,
লাবন্য অঞ্জন চৌধুরী, জুমানা মাহমুদসহ আরো অনেকে। দ্বিতীয়
অধিবেশনে নির্বাচন কমিশন সচিব শাওন আহমেদ এর পরিচালনায় সাধারণ সম্পাদক পদে
নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে একক প্রার্থী থাকায় চ্যানেল আই এর ইতালী
প্রতিনিধি হাবিবুর রহমান চুন্নু বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হন। সাধারন
সম্পাদক পদে ২ জন প্রার্থী থাকায় মাসিক প্রজন্ম এর সম্পাদক মোহাম্মদ আল আমিন ও
দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর ইতালী প্রতিনিধি রিয়াজ হোসেন এর মধ্যে ভোট অনুষ্ঠিত
হয়। ভোটাভোটিতে রিয়াজ হোসেন সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন। এ সময় আরো উপস্থিত
ছিলেন রোম থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা দৈনিক জন্মভুমির সংকলক শামীম কবীর, এনআরবিজাই
এর সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মান্নান হিরা ও চ্যানেল এস এর মিনহাজ হোসেন
পিন্টসহ আরো অনেকে। সর্ব সম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার লুৎফর রহমান
পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন। সিনিয়র সহ সভাপতি একে জামান, জমির হোসেন, সাংগঠনিক
সম্পাদক ইসতেগফার তৌফিক,
প্রচার সম্পাদক জামিল আলম, কোষাদ্যক্ষ বেলাল হোসেন, আন্তর্জাতিক
বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান ফেরদৌস দপ্তর সম্পাদক এ এ রাকিব প্রিন্স, মহিলা
সম্পাদক জুমানা মাহমুদ,
ক্রিড়া বিষয়ক সম্পাদক নাজমুল আলম প্রমুখ। সদস্য, ইকবাল
হোসেন, হাসান মাহমুদ,
মনিরুজ্জামান মনির, শাওন আহমেদ, এম এম হক
রাজু, বিটু মজুমদার ও হাফিজুর রহমান মিতু। নির্বাচনের প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব
ছিলেন রোমের প্রবীন সাংবাদিক শামীম কবীর।