Latest News

মিলানে সিরাতুন্নবি (সা:) মাহফিল অনুষ্টিত

নাজমুল হোসেন,মিলান: ইতালির মিলানে পবিত্র সিরাতুন্নবী হজরত মোহাম্মদ সাঃ এর জীবনের উপর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারী রবিবার স্থানীয় মিলান কেন্দ্রীয় জামে মসজিদে ইসলামিক ফোরাম-মিলান শাখার উদ্যোগে শাখার সভাপতি আবু নাসের বাহারের সভাপতিত্বে এবং সেক্রেটারী জিয়াউল কারীমের পরিচালনায় সীরাতুন্নবী (সঃ) মাহফিল পবিত্র কোর্ তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।মাহফিলে প্রধান বক্তা হিসাবে ওয়াজ পেশ করেন ইসলামিক ফোরাম-ইতালী উত্তরের সভাপতি মাওলানা মিসবাহুল ইসলাম এবং মিলান কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতীব মাওলানা জুনাইদ সোবহান। বক্তারা বলেন,সীরাতুন্নবী (সঃ) মাহফিলের আয়োজনের মাধ্যমে রাসুল (সঃ) এর জীবনী আলোচনা করে আমাদের ব্যক্তিগত জীবিনে,সামাজিক জীবনে,পারিবারিক জীবনে এবং রাষ্ট্রীয় কাঠামোতে বাস্তবায়ন করতে হবে,তা নাহলে মুসলিমদের চরিত্রের কোন পরিবর্তন ঘটবেনা।শিরক এবং বিদআত যুক্ত ইবাদাত দিয়ে কখনো রাসুল (সঃ) এর জীবনী থেকে শিক্ষা নেয়া যাবেনা।আমাদের ইবাদাতের মধ্য ইবাদাতের নামে যে সমস্থ কুসংস্কার গুলি আছে তা আমাদের জীবন থেকে মুছে ফেলতে হবে।আশেকে রাসুলের রুপটাই হচ্ছে রাসুলের সুন্নাহ গুলি আমাদের জীবনে বাস্তবায়ন করা।

মাহফিলের শেষে মুসলিম উম্মাহর কল্যাণে মোনাজাত পরিচালনা  করেন মাওলানা মিসবাহুল ইসলাম। মাহফিলে অনেক প্রবাসীর উপস্থিত ছিল লক্ষনীয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com