Latest News

সিলেট মিরাবাজারে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

বিজ্ঞপ্তি :  সিলেট মিরাবাজারে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৫ এর ফাইনাল ও বর্ণাঢ্য পুরস্কার বিতরনী অনুষ্ঠান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে এস,এম ব্যাডমিন্ট ক্লাবগত ৮ ফেব্রুয়ারি স্থানীয় রায়নগর পয়েন্ট সংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম সুনু। প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন স্থান থেকে ১৪টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন-মাহিন রাজু জুটি। রার্নাস আপ হয়েছেন-আরিক-নাজমুল জুটি। অনুষ্টানে জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে ও নেবু আহমেদ মেবুর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এ,বি, এম জিল্লুর রহমান উজ্জল ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর হদিনার খাঁন হাসু।এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে আয়োজক কমিটি সদস্য রাইয়ান,আসরাফ, মাহবুব, মাহদি(মাহির) সাবর্কি প্রমুখ পুরস্কার বিতরনী অনুষ্টানে উপস্থিত ছিলেন মুমিন, হাবিব, অনিক, জাকারিয়া, রাসু, জিহাদ, সাফি, রুহিন, মিজান, সাকিল, আরিফ, মোয়াজ্জম, মাফুজসহ এলাকার
গণ্যমান্য ব্যক্তিগণ। এ সময় বক্তারা বলেন, বাঙালি জাতির ঐতিহ্যময় ও গৌরবের ভাষা আন্দোলন এর মূল্যবোধ এবং স্বাধীনতার উপর তার প্রকৃষ্ট প্রভাব অনস্বীকার্য। কেবল তাই -ই নয় ভাষার জন্য আন্দোলন করে এরূপ জীবন উৎসর্গ বিশ্বের ইতিহাসে বিরল।ভাষার জন্য আত্মত্যাগ কারী সকল বীর শহিদদের আত্মার মাগফেতার কামনার পাশাপাশি এ মাসে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং বিনোদনে মধ্য দিয়ে  দিনটিকে স্মরন করতে সকল দেশ প্রেমিক বাঙ্গালীরা আয়োজন করে বিভিন্ন অনুষ্টান । তাহা আমাদের প্রশংসার দাবী রাখে।এমন কি সমাজ থেকে সন্ত্রাস এবং অনাচার দূর করতে যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে ব্যস্ত রাখতে আরো বেশী করে এ ধরণের টুর্ণামেন্ট আয়োজন করা দরকার বলে মন্তব্য করে বক্তারা। তারা এমন একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন করায় এর আয়োজক এস,এম ব্যাডমিন্ট ক্লাবকে অভিনন্দন জানান।

উপস্হিত সবাই  এ টুর্নামেন্টএর সার্বিক সহযোগিতাকারী লায়েবুর রহমান লায়েক-কে বিশেষ ধন্যবাদ জানান।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com