Latest News

মাদ্রিদে এনটিভির দর্শক ফোরামের প্রতিবাদ সভা

সেলিম আলম,মাদ্রিদ : এন টিভি'র চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু ও আমারদেশ পত্রিকার ভার প্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি এবং সাংবাদিক দম্পতি সাগর রুনীর হত্যাকারীদের বিচারের দাবীতে এক প্রতিবাদ সভা করেছে এন টিভি দর্শক ফোরাম ইন স্পেন গত ১২ ফেব্রুয়ারী মাদ্রিদের স্থানীয় এক রেস্টুরেন্টে সাংবাদিক মিনহাজুল আলম মামুনের সভাপতিত্বে ও  এন টিভি ইউকের স্পেন প্রতিনিধি জাফরুল ইসলাম ও সাংবাদিক সেলিম আলমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল আলম, সাংবাদিক জিদ্দি চৌধুরী, সাংবাদিক বকুল খান , রাজনীতিবিধ ও কমিউনিটি ব্যক্তিত্ব খুরশেদ আলম মজুমদার, পেট্রিওট বাংলাদেশ ইন স্পেনের যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুল আল হক, রাজনীতি ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম পঙ্কি, ব্যবসায়ী মিল্টন ভুইয়া কচি, মোখলেচুর রহমান দিদার, রমিজ উদ্দিন, আবুল হাসেম মেম্বার, সানুর মিয়া ছাদ, আবু জাফর রাসেল , হুমায়ুন কবির রিগ্যান,পলাশ, টিপু, নিশান সহ  আরও অনেকে বক্তারা বলেন, সরকার কর্তৃক সকল গণমাধ্যমের উপর নির্লজ্জ হস্তক্ষেপের তীব্র নিন্দা ও
অভিলম্বে বন্ধ্ব চ্যানেল গুলো চালু করার দাবি জানান । বক্তারা  আরোও বলেন, একমাত্র অগনতান্ত্রিক সরকারই মিডিয়ার উপর এ রকম নির্যাতন চালাতে পারে ,ন্যায় পরায়ন ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন কারী সাংবাদিক ও সংবাদ মাধ্যমগুলো কে এই অবৈধ সরকারের রোষানল থেকে রক্ষা করতে সকল সাংবাদিক দের এক সাথে কাজ করার ও আহবান জানানো হয় । বক্তারা এ সময় সরকারের পক্ষপাতিত্ব কারী মিডিয়া ছাড়া সকল সংবাদ মাধ্যম গুলোকে এবং সাংবাদিক দের বিভিন্ন ভাবে নির্যাতন সহ বন্ধ করে দেয়া হচ্ছে বক্তারা  অবিলম্বে এন টিভি'র চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু , আমারদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম এর মুক্তি এবং সাগর রুনির খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com