সেলিম আলম,মাদ্রিদ : এন টিভি'র চেয়ারম্যান
মোসাদ্দেক আলী ফালু ও আমারদেশ পত্রিকার ভার প্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের
মুক্তি এবং সাংবাদিক দম্পতি সাগর রুনীর হত্যাকারীদের বিচারের দাবীতে এক প্রতিবাদ
সভা করেছে এন টিভি দর্শক ফোরাম ইন স্পেন । গত ১২ ফেব্রুয়ারী মাদ্রিদের
স্থানীয় এক রেস্টুরেন্টে সাংবাদিক
মিনহাজুল আলম মামুনের সভাপতিত্বে ও এন টিভি ইউকের স্পেন প্রতিনিধি জাফরুল
ইসলাম ও সাংবাদিক সেলিম আলমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল আলম, সাংবাদিক জিদ্দি চৌধুরী, সাংবাদিক বকুল খান , রাজনীতিবিধ ও
কমিউনিটি ব্যক্তিত্ব খুরশেদ আলম মজুমদার, পেট্রিওট বাংলাদেশ ইন স্পেনের যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুল আল হক, রাজনীতি ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম পঙ্কি, ব্যবসায়ী মিল্টন ভুইয়া কচি, মোখলেচুর রহমান দিদার, রমিজ উদ্দিন, আবুল হাসেম মেম্বার, সানুর মিয়া ছাদ, আবু জাফর রাসেল , হুমায়ুন কবির রিগ্যান,পলাশ,
টিপু, নিশান সহ আরও অনেকে । বক্তারা বলেন, সরকার কর্তৃক সকল গণমাধ্যমের উপর নির্লজ্জ হস্তক্ষেপের তীব্র নিন্দা ও
অভিলম্বে বন্ধ্ব চ্যানেল গুলো
চালু করার দাবি জানান । বক্তারা আরোও বলেন,
একমাত্র অগনতান্ত্রিক সরকারই মিডিয়ার উপর এ রকম নির্যাতন চালাতে পারে ,ন্যায় পরায়ন ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন কারী সাংবাদিক ও সংবাদ মাধ্যমগুলো কে এই অবৈধ সরকারের রোষানল থেকে রক্ষা করতে সকল সাংবাদিক দের এক সাথে কাজ
করার ও আহবান জানানো হয় । বক্তারা এ সময় সরকারের পক্ষপাতিত্ব কারী মিডিয়া ছাড়া সকল সংবাদ মাধ্যম গুলোকে এবং সাংবাদিক
দের বিভিন্ন ভাবে নির্যাতন সহ
বন্ধ করে দেয়া হচ্ছে । বক্তারা অবিলম্বে
এন টিভি'র চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু , আমারদেশ
পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম এর মুক্তি এবং সাগর রুনির খুনিদের দৃষ্টান্ত
মূলক শাস্তির দাবি করেন ।