মোঃ লুৎফুর রহমান বাবু,ফ্রান্স :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে
গুলশান দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স তৃ্নমুল
বিএনপি।একইসাথে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা ও পুলিশি নির্যাতনের তীব্র
প্রতিবাদ জানিয়েছে তারা। গত ১৫ ফেব্রুয়ারি
প্যারিসের ক্যাথসিমার স্থানিয় একটি হলে ফ্রান্স তৃ্নমুল বিএনপি আয়োজিত
প্রতিবাদ ও আলোচনা সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।এসময় বক্তারা বলেন-বর্তমান
অবৈধ সরকার ক্ষমতার মোহে পাগল হয়ে গেছে তাই এমন পাগলামি আচরণ করছে।খালেদা জিয়ার
খাবার বন্ধ করে দিয়ে যে অমানবিকতার উদাহরন বাংলাদেশে সৃষ্টি করা হয়েছে তা খুবই
ন্যাক্ষারজনক।
বক্তারা
বলেন-তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে এই বিমাতাসুলভ আচরণ এর
জন্য এই অবৈধ সরকারকে একদিন পস্তাতে হবে ।জনগণের ধৈর্য্যরে বাধ ভেঙ্গে গেলে পুলিশি
প্রটোকল, অস্ত্র, গুলি কোন কিছুই কাজে আসবে না। তারা অবিলম্বে খালেদা জিয়ার কার্যালয়ে খাবার
প্রবেশের ক্ষেত্রে বাধা তুলে নেয়ার দাবি জানান। বক্তারা আরও বলেন-পুলিশ আজ
বাংলাদেশের পুলিশ না হয়ে আওয়ামীলীগের পুলিশ হয়ে কাজ করছে, তারা
বাছাইকরে বিএনপিসহ বিরোধী কর্মীদের ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে মেরে ফেলছে।এর
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহবান জানান তারা। ফ্রান্স
তৃনমূল বিএনপি সভাপতি ইকবাল হোসেন আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কাশেম ও সাংগঠনিক সম্পাদক এহসানুর রহমান
রাসেলের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স
বিএনপি সহ সভাপতি সিরাজুল রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফ্রান্স
বিএনপি নেতা মফিজ আলী,মাহমুদুর রহমান বকুল ,ফ্রান্স যুবদলের সভাপতি আরিফ হাসান,হাবিবুর রহমান হাবিব,আব্দুল
কাইউম সরকার, কানু মিয়া,কিরণ আহমদ,ইমরুজ আহমদ,গোলাম রসুল রুবেল,রেজাউল করিম,সাইদুল ইসলাম,আক্তারুজ্জ্বামান সাগর প্রমুখ।সাইফুল আলমের পবিত্র কোনআন তেলাওয়াতে মাধ্যমে
শুরু হওয়া অনুষ্টানে এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, রাশেদ
আহমদ,কাজী মনিরুজ্জ্বামান,জহিরুল ইসলাম,খায়রুল ইসলাম,কাওছার আহমদ,মইনুল ইসলাম,রাজু আহমদ,এনাম উদ্দিন,আবুল কাশেম,ফয়েজ আহমদ ,এখলাছুর রহমান,জসিম উদ্দিন প্রমুখ।সভাপতির বক্তব্যে ইকবাল হোসেন আলী বলেন, ফ্রান্স
তৃনমুল বিএনপি দলের জন্য অনেক কিছু করতে পারে,তিনি বলেন- বিএনপির দুর্দিনে যারা
ঘরে বসে থাকে তারা বিএনপির প্রকৃত নেতা কর্মী নন । তৃনমূল বিএনপির মাধ্যমে ফ্রান্স
বিএনপিকে সংগঠিত করতে হবে একইসাথে দলের
জন্য আরও নিবেদিত হতে হবে এবং এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ফ্রান্স বিএনপি কে পূর্নগঠন করে
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার জন্য বিএনপির কান্ডারী তারেক রহমানের প্রতি অনুরোধ
জানান । প্রতিবাদ সভায় বিভিন্ন দল থেকে কয়েক জন নেতা কর্মী বিএনপিতে যোগদান করেন।
এ সময় অতিথিরা তাদেরকে ফুলের দিয়ে বরণ করে
নেন।
খালেদা জিয়াকে কার্যালয়ে অবরুদ্ধ ও বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে ফ্রান্স তৃনমুল বিএনপির আলোচনা ও প্রতিবাদ সভা
খালেদা জিয়াকে কার্যালয়ে অবরুদ্ধ ও বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে ফ্রান্স তৃনমুল বিএনপির আলোচনা ও প্রতিবাদ সভা
Reviewed by spain bangla news
on
February 17, 2015
Rating: 5
