সেলিম আলম,মাদ্রিদ : বাঙ্গালী জাতির চিন্তা চেতনায়
মিশে থাকা ১৯৫২ সালের রক্তমাখা ২১ শে ফেব্রুয়ারী বিশ্বের প্রতিটি বাঙ্গলা
ভাষী মানুষ পরম শ্রদ্ধার সাথে দিনটি পালনের মাধ্যমে বিশ্ববাসীকে
স্মরণ করিয়ে দিচ্ছে এ জাতি তাদের প্রানের চেয়েও বেশি ভালবাসে তাদের মাতৃভাষা ও
মাতৃভূমিকে তারই ধারাবাহিকতায়
পূর্তোগালের পর্তো'তে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হল এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । পর্যটন নগরী পর্তো'তে বাংলাদেশ
কমিউনিটি অব পর্তো'র উদ্যোগে
শহরের প্রান কেন্দ্রে নির্মিত
অস্থায়ী শহীদ মিনারে পুষ্প স্থপক অর্পনের মাধ্যমে সালাম, বরকত,
রফিক ,জব্বার সহ সকল শহীদের প্রতি
শ্রদ্ধা জানান বাংলাদেশ দূতাবাস ইন পূর্তোগালের রাষ্ট্রদূত
ইমতিয়াজ আহমেদ,বাংলাদেশ কমিউনিটির সভাপতি শাহ আলম কাজল,
সাধারন সম্পাদক মামোন হাজারী , সহ সভাপতি কাজল আহমেদ, সাংগঠনিক
সম্পাদক ফারুক হুসেন, কমিউনিটি
ব্যক্তিত্ব মুজিবুর রহমান, আব্দুল আলিম, নাইম নিয়াজ সহ অন্যান্য নেতৃবৃন্দ । পর্তোর ৬টি ওয়ার্ডের
প্রেসিডেন্ট আন্তনিয় ফন্সেখা , ইসলামিক কালচারাল সেন্টার
ইন পর্তুর প্রেসিডেন্ট আব্দুর রহমান সহ অনেক পর্তুগিজ
ফুল দিয়ে সন্মান জানান । আটলান্টিক মহাসগরের তীরবর্তী এ দেশের স্থানীয় নাগরীক সহ বাঙ্গালি কমিউনিটির শিশু,কিশর, নারী পুরুষের স্বরব অংশ গ্রহন আয়োজকদের
করেছিল বিমোহিত তারা মনে করেন
প্রবাসে ভেড়ে উঠা নতুন প্রজন্ম এবং বিদেশীদেরকে বাংলাদেশের সঠিক ইতিহাস ও
ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য জাতীয় দিবস গুলো যথাযত মর্যাদায় প্রত্যেক প্রবাসী বাংলাদেশী কমিউনিটিকে পালন
করা উচিৎ । প্রবাসে ভেড়ে উঠা শিশুরা বিদেশী কালচার গ্রহনের সাথে
সাথে নাড়ীর ঐতিহ্য ও ভুলে যাবে ।এজন্য প্রয়োজন দেশীয় সংস্কৃতিকে লালন করা । অনুষ্টান
শেষে পর্তো'র মেয়র
রুই মুরেইরা এবং রাষ্ট্রদূতের সন্মানে এক নৌশভূজের
আয়োজন করা হয় মেয়র বাংলাদেশ কমিউনিটির জন্য একটি কবর স্থান এবং
স্থায়ী শহিদ মিনার নির্মানের আশ্বাস প্রদান করে বলেন ২১শে ফেব্রুয়ারী শুধু
বাঙ্গালীর নয় বিশ্বের সকল জাতীই এ দিনটিকে পরম শ্রদ্ধ্বার সাথে পালন করছে ।