সেলিম
আলম ,মাদ্রিদ : স্পেনে
কেক কেটে অনাড়ম্বর এক অনুষ্টানের মধ্য দিয়ে বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এস এ
টিভি'র দুই বছর পূর্তি উদযাপন করা হয়েছে। রাজধানী শহর মাদ্রিদে
বাংলাদেশি কমিউনিটির সর্বস্থরের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রিয় চ্যানেলের সার্বিক
মঙ্গল কামনা করা হয়। বর্ষপূর্তি অনুষ্টানে সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা মিল্টন
ভুইয়া কচি। বকুল খান ও সেলিম আলমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন খুরশেদ আলম
মজুমদার,
আব্দুল কাইয়ুম পঙ্কি , আক্তার হুসেন আতা, আল মামুন , রমিজ উদ্দিন প্রমূখ। বক্তারা বলেন, এসএ টিভি অতি অল্প সময়ে বিশ্বব্যপি পরিচিতি লাভ করেছে তাদের
মান সম্পন্ন অনুষ্টান ও তথ্য ভিত্তিক সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে ।