সেলিম আলম মাদ্রিদ.
বেগম খালেদা জিয়ার নির্দেশে ২০ দলীয় জোটের তথাকথিত হরতাল অবরোধের নামে দেশে
পেট্রল বোমাদিয়ে মানুষ পুড়ে মারা এবং ধ্বংসাত্মক কার্যক্রমের প্রতিবাদে মানব বন্ধন
করেছে স্পেন আওয়ামীলীগ । গতকাল মাদ্রিদের
লাভাপিয়েস চত্ত্বরে সংগঠনের সভাপতি শাকিল খান পান্নার নেতৃত্বে এবং সাধারন সম্পাদক
জহিরুল ইসলাম নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন রিজভী আলম, আব্দুর রহমান, জহিরুল ইসলাম, আব্দুল গফুর ফরিদ ,আব্দুল কাইউম সেলিম,
আইয়ুব আলী সোহাগ , সেলিম রেজা প্রমুখ ।
অন্যায়ভাবে সাধারন মানুষের উপর চাপিয়ে দেয়া হরতাল অবরোধের বিরুদ্ধ্বে দেশবাসীকে
প্রতিরোধ গড়ে তুলার পাশাপাশি ধ্বংসাত্মক কাজে নিয়োজিত বি এন পি , জামাতের সন্ত্রাসীদের ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার আহবান
জানিয়ে বক্তারা বলেন বাংলাদেশ আজ স্বাধীনতা বিরোধী দালাল এবং বিদেশী চক্রান্তের
শিকার , তাদের কালো থাবা থেকে দেশকে রক্ষা করতে জননেত্রী
শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং সাধারন জনগণকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধ্বের পক্ষের
শক্তিকে এক হয়ে কাজ করতে হবে । তারা এ সময় বেগম জিয়াকে অবরোধ তুলেনেয়ার আহবান
জানিয়ে বলেন মানুষ হত্যার অভিযোগে অচিরেই আপনাকে শাস্থি পেতে হবে, মানব বন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুর মিয়া, ফয়জুর রহমান, আমান উল্লা বাদল, ইব্রাহিম খলিল নোমান, তাপস পাল, মোহাম্মেদ অয়াহিদ, জাকির হুসেন, আমিনুজ্জামান, কাম্রুজ্জামান, বাতেন সরকার, আবু তাহের , খসরু, বকুল এবং সামিম ।