লুৎফুর রহমান বাবু ফ্রান্স : অন্যায় আর
অপশক্তির বিরুদ্ধে লড়াইকরে বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তান সালাম,বরকত ,রফিক জব্বার আর শফিউল’ রা সেদিন প্রতিষ্ঠা করেছিল মায়ের ভাষা বাংলাকে।আর সেই চেতনায় উজ্জিবিত
হয়ে ফ্রান্স প্রবাসী বাঙ্গালীরা বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে প্যারিসের আইফেল
টাওয়ারের অস্থায়ী নির্মিত শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা জানালেন ভাষা শহীদ’দের। যে জাতি পাকিস্থানি হানাদারের বিরুদ্ধে লড়াই করে ভাষা আর
মুক্তিযুদ্ধকে ছিনিয়ে নিয়ে এসেছিল বৈরী আবহাওয়া সেই শহীদ দের শ্রদ্ধা জানাতে আর
কতটা বাধ সাধতে পারে।আর তাই হয়তবা অনেকেই প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে পরিবার পরিজন
নিয়ে এসেছিলেন শহীদ বেদিতে ফুল দিতে।কারোবা এক হাতে ছিল ছোট্র বাংলাদেশের লাল
পতাকা আর কোলে শিশু।যেন নতুন প্রজন্মকে জানান দেয়া এই শহীদের চেতনায় উজ্জিবিত হয়ে
হৃদয়ে দেশ প্রেমকে লালন করেত হবে। প্রচন্ড ঠান্ডা সত্ত্বেও সকাল থেকেই আয়োজকরা
ছিলেন সদা ব্যস্ত যাতে আয়োজনে কোন ধরনের ফাক-ফোকর না থাকে।আর তাই হয়ত এবারের আইফেল
টাওয়ারের শহীদ দিবসের অনুষ্ঠান গতবারের থেকে ছিল অনেকটাই শৃংখলিত।সংগঠন গূলোও
শৃংখলা রক্ষা করে পুষ্পস্তবক অর্পন করে। বিকাল চার ঘঠিকায় ফ্রান্সে নিযুক্ত
বাংলাদেশের রাষ্ট্রদুত এম শহিদুল ইসলামের পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে প্যারিসের
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজি্ক, সাংস্কৃতিক ও নারী সংগঠন অস্থায়ী শহীদ মিনারে পূষ্পার্ঘ অর্পন করে।এর
আগে সংক্ষিপ্ত বক্ত্যবে এম শহিদুল ইসলাম শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে
বলেন-যাদের আত্নত্যাগের বিনিময়ে এই জাতি মায়ের ভাষা বাংলা পেয়েছে, তাদের ঋণ কোনদিন শোধ হবে না। এবারের আইফেল টাওয়ারের শহীদ ও আন্তর্জাতিক
মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে পুস্পস্তবক অর্পন করে-একুশে উদযাপন পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ ফ্রান্স শাখা, বাংলাদেশ
জাতীয়তাবাদী দল (বিএনপি)ফ্রান্স শাখা, বঙ্গবন্ধু পরিষদ,আয়েবা,বাংলাদেশ ইয়ুথ ক্লাব, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগ
সমাজকল্যাণ সমিতি, কুলাউড়া অ্যাসোসিয়েশন,ফ্রান্স তৃণর্মূল বিএনপি, বাংলাদেশ পূজা উদ্যাপন
পরিষদ, উদীচী সংসদ ফ্রান্স, স্বরলিপি
শিল্পীগোষ্ঠী, বিজনেস ফোরাম ফ্রান্স, নবগঠিত ফ্রান্স যুবদল, বনানী গ্রুপ, প্যারিস বার্তা, এসএ টেলিভিশন দর্শক ফোরাম
ফ্রান্স, বরিশাল অ্যাসোসিয়েশন, ,কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, ছাতক-দোয়ারা
উন্নয়ন পরিষদ, বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্ট, ফেনী সমিতি, গ্রেটার নোয়াখালী ফোরাম, মাদারীপুর সমিতি, মানবাধিকার কমিশন ফ্রান্স,
বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদ, বিকশিত
নারী সংঘ, প্যারিস ক্রিকেট ক্লাব, প্যারিস বাঙ্গালী, ফরিদপুর সমিতিম বন্ধুমহল ও
বাংলা ভিশন ফ্যান ক্লাব। সভাপতি সাইফুর রহমান ও সাধারন সম্পাদক এম এ তাহেরের
নেতৃত্বে বিএনপি পুষ্পস্তবক অর্পনের পুর্বে সরকার বিরোধী নানা স্লোগান দেয়।ফ্রান্স
তৃনমুল বিএনপিও একইভাবে স্লোগান দেয়। একুশ উদযাপন পরিষদের আহবায়ক টি এম রেজা
প্রয়াত শহিদুল আলম মানিককে স্মরন করে বলেন,আজকের একুশ
উদযাপনের অন্যতম উদ্যাক্তা ছিলেন মানিক ভাই,আমরা থাকে
স্মরণ করছি। একইসাথে শৃংখলা রক্ষায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এর আগে রাত
১২টা ১ মিনিটে প্যারিসের ক্যাথসীমায় ফ্রান্স আওয়ামী লীগ আয়োজিত অস্থায়ী শহীদ
মিনারেও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এ ছাড়া বেলা ১১টায় উদীচী সংসদ
ফ্রান্স আয়োজিত ওভারভিলায় প্রস্তাবিত স্থায়ী শহীদ মিনারের নির্ধারিত স্থানে
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, ওভারভিলা
শহরের মেয়র জ্যাক সালভাতর পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে একুশে ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবারেই প্রথম বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স সংসদ
বই মেলার আয়োজন করে।প্যারিসের মেট্রো হোসের একটি হলে আয়োজিত এ মেলায় বিপুল সংখ্যক
পাঠকের সাড়া পাওয়া যায় বলে আয়োজকরা জানান।মেলায় হূমায়ন আহমদের বই বেশী বিক্রি
হয়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন।মেলা উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরাসী লেখিকা,ইতিহাসবিদ
ও গবেষক ম্যাডাম লিজেল শিফে।