Latest News

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারির প্রতিবাদে সভা করেছে স্পেন বিএনপি

সেলিম আলম,মাদ্রিদ : ২০ দলীয় জোট নেত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারির প্রতিবাদে সভা করেছে স্পেন বি এন পি গতকাল  মাদ্রিদের স্থানীয় এক রেষ্টুরেন্টে স্পেন বিএনপির সভাপতি খুরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে সাধারন সম্পাদক আব্দুল কাইউম পঙ্কি পরিচালনায় বক্তব্য রাখেন  শরিফ মনির, মোখলেচুর রহমান দিদার, সেলিম মিয়া, রমিজ উদ্দিন, আরিফ সরকার , সানুর মিয়া সাদ , আবু জাফর রাসেলহুমায়ুন কবির রিগান, সাইদুল হক টিপু প্রমুখ। বক্তরা বলেন  বাংলাদেশের গনতন্ত্র , স্বাধীনতা ও স্বার্বভৌমত্ রক্ষার আন্দোলনে দেশের  জনগনের শতস্পুর্ত অংশ গ্রহনে অবৈধ সরকার ভীত হয়ে তিন বারের সফল প্রধান মন্ত্রী বেগম জিয়াকে হত্যার উদ্দেশ্যে কারাগারে নিয়ে যেতে চায় স্বৈরাচার সরকার । বক্তারা বলেন বর্তমান সরকারই পীলখানা ট্র্যাজেডি ঘঠিয়ে ছিল , তার নিন্দা জানিয়ে এ সময় সকল শহীদ সেনা অফিসারদের রুহের মাগফেরাত কামনা করা হয় । 
     

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com