Latest News

একুশে বইমেলায় সজল ছত্রী'র কবিতার বই ‘অরণ্যে অদম্য’

এসবিএন ডেস্ক: একুশে বইমেলায় কবি সজল ছত্রী'র প্রথম পূর্ণাঙ্গ কবিতার বই অরণ্যে অদম্যপ্রকাশিত হয়েছে। শুদ্ধস্বর এর প্রকাশণায় ৮০ পৃষ্ঠার বইটিতে মোট ৭২ টি কবিতা গ্রন্থিত হয়েছে।ইতালি প্রবাসি চিত্রশিল্পী  রুবেল হাফিজের প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে ১৭৫ টাকা। বইটি বর্তমানে বইমেলায় শুদ্ধস্বরের স্টলে পাওয়া যাচ্ছে। পেশায় সাংবাদিক হলেও সজল ছত্রী দীর্ঘদিন ধরে  লেখালেখির সাথে জড়িত রয়েছেন।  পাঠকমহল আর সময়ের দীর্ঘদিনের দাবি ছিলো কবি সজল ছত্রীর কবিতার বই। অরণ্যে অদম্যবইটি সজল ছত্রী'র প্রথম পূর্ণাঙ্গ কবিতার বই।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com