Latest News

ওমানে সোফা তৈরির কারখানায় আগুন : বাংলাদেশিসহ নিহত ৬

এসবিএন ডেস্ক : ওমানের বুরাইমি এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে ৪ বাংলাদেশিসহ ৬ জন মারা গেছেন। বুধবার ভোরে দেশটির বুরাইমি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বুরাইমি এলাকায় একটি সোফা তৈরির কারখানায় চারজন বাংলাদেশি ও ২ জন পাকিস্তানি  ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগে। ঘুমন্ত ৬ জন ওই আগুনে পুড়ে মারা যান। নিহতদের মধ্যে ৪ জন বাংলাদেশি ও ২ জন পাকিস্তানি।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com