Latest News

মা হচ্ছেন সারিকা

এসবিএন ডেস্ক : মডেলিং আর অভিনয় দিয়ে খুব অল্প সময়ে সবার নজর কেড়েছেন সারিকা। বছর দুয়েক ধরে সব ধরনের শুটিং থেকে বিরত আছেন তিনি। গত বছরের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন সারিকা। এখন তার ভক্তদের জন্য   নতুন খবর হচ্ছে, মা হতে যাচ্ছেন সারিকা। আগামী মে মাসে সারিকার ঘরে নতুন অতিথি আসবে বলে জানা গেছে। আর নতুন অতিথিকে বরণ করতে শুরু হয়ে গেছে নানা আয়োজন। সম্প্রতি সারিকার জন্মদিনে আয়োজন করা হয়েছিল বেবি শাওয়ার অনুষ্ঠান। এতে সারিকা ও মাহিমের পরিবারের ঘনিষ্ঠজনরা বিভিন্ন ধরনের খাবার সারিকার মুখে তুলে দেন ও অভিনন্দন জানান।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com