Latest News

গণতন্ত্র রক্ষার দাবীতে পেট্রিয়ট বাংলাদেশ ইন স্পেইনের আলোচনা সভা

সেলিম আলম,মাদ্রিদ  : বাংলাদেশ সরকারকে পেট্রোলবোমা,ক্রসফায়ার,অগ্নিদন্ধ  দমন পীড়ন নীতি পরিহার করে  আলোচনার মাধ্যমে বর্তমান সঙ্কট নিরশন করে গ্রহন যোগ্য পন্তায় জাতীয় সংসদ নির্বাচন দেয়ার আহবান জানিয়েছে পেট্রিয়ট বাংলাদেশ ইন স্পেইন ।   গত ৫ ফেব্রুয়ারি মাদ্রিদের স্থানীয় এক রেষ্টুরেন্টে সংগঠনের আহবায়ক মিজানুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও আবুল হাসেম মেম্বার ও আবু জাফর রাসেলের যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েসনের সাধারন সম্পাদক কবি মিনহাজুল আলম মামুন, সাহিত্যিক ও সাংবাদিক নুরুল আলম ,সংগঠনের সদস্য সচিব সাংবাদিক সেলিম আলম, যুগ্ম আহবায়ক ব্যবসায়ী জিল্লুল আল হক,   বিশিষ্ট  রাজনীতিবিদ খুরশেদ আলম মজুমদার, সুহেল আহমেদ সামসু, হুমায়ুন কবির রিগ্যান সহ অনেকে ।  সভায়  বক্তারা বলেন বর্তমান সরকার ৫ তারিখের নির্বাচনকে সাংবিধানিক জঠিলতা
এড়ানোর নির্বাচন বলে অতি শীঘ্রই সকল দলের অংশ গ্রহণ ও গ্রহণ যোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এক বৎসর পার হয়ে গেলেও তার কোন লক্ষন নেই বরং  বিরোধী দলের  উপর নির্যাতন নিপীড়ন , নেতা কর্মীদের হত্যা , ঘুম, হামলা, মামলা ও জ্যুডিসিয়াল কিলিঙ্গ এর মাধ্যমে  ক্ষমতা দীর্ঘ স্থায়ী ও বাকশাল প্রতিষ্টার পায়তার সহ জনগনের গণতান্ত্রিক অধিকার কেড়ে  নেয়ার পায়তারা চলছে   ২০ দলীয় জোট গনতন্ত্র পুনরুদ্ধার এবং জনগনের অধিকার আদায়ের জন্য শান্তি পুর্ন আন্দোলনে নেমেছে , সেই আন্দোলনকে স্থব্ধ করে দেয়া এবং  শীর্ষ নেতা কর্মীদের  গ্রেফতার ও  বহির্বিশ্বে বাংলাদেশ কে জঙ্গী রাষ্ট্র হিসাবে পরিচয় করিয়ে দেয়ার লক্ষে নিজেরা পেট্রোল বোমা সহ সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মানুষ হত্যা করছে ।   বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনুষ্টিত এ  আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন পঙ্কি, মোখলেচুর রহমান  দিদার, পারভেজ মজুমদার, সানুর মিয়া ছাদ, লেখক নিজাম মুন্সী, সিফার আহমেদ, টিপু , আমিন চৌধুরী  ।  এ সময় পেট্রিয়ট বাংলাদেশ ইন স্পেনের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলকে মানুষ হত্যা বন্ধ এবং অসুস্থ রাজনীতি পরিহার করে  সুস্থ রাজনীতি চর্চার আহবান জানান।  

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com