এসবিএন ডেস্ক: একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে ফারহানা মোবিনের ছোটদের গল্পের বই ’উড়ে যায় মুনিয়া পাখি’। বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছে বায়েজীদ সোহাগ । প্রকাশিত হয়েছে সিঁড়ি প্রকাশন থেকে। বইমেলার ৪৮২ নাম্বার স্টলে এ বইটি পাওয়া যাবে। লেখিকা ফারহানা মোবিন পেশায় একজন চিকিৎসক। চিকিৎসা বিষয়ক তার লেখালেখি দেশ বিদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত প্রকাশিত হলেও বাংলা সাহিত্যেও তিনি অবদান রেখে চলেছেন। নিয়মিত গল্প ছাপা হচ্ছে দৈনিক পত্রিকার পাশাপাশি লিটল ম্যাগাজিনে। ছোটবেলা থেকেই লিখছেন তিনি।
’উড়ে যায় মুনিয়া পাখি’ বইটি ছোটদের জন্য লিখা গল্প সমগ্র।
উড়ে যায় মুনিয়া পাখি
ফারহানা মোবিন
রচ্ছদ ও অলঙ্করণ: বায়েজীদ সোহাগ
সিঁড়ি প্রকাশন
পাওয়া যাবে: একুশে বইমেলায় ৪৮২ নাম্বার স্টলে
’উড়ে যায় মুনিয়া পাখি’ বইটি ছোটদের জন্য লিখা গল্প সমগ্র।
উড়ে যায় মুনিয়া পাখি
ফারহানা মোবিন
রচ্ছদ ও অলঙ্করণ: বায়েজীদ সোহাগ
সিঁড়ি প্রকাশন
পাওয়া যাবে: একুশে বইমেলায় ৪৮২ নাম্বার স্টলে