Latest News

ফ্রান্সের প্যারিসে অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবার সভা অনুষ্ঠিত

মো লুৎফুর রহমান বাবু, ফ্রান্স : অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবার ৭ম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে ! ২৮শে ফেব্রুয়ারি শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত আয়েবার প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে ! আয়েবার সভাপতি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিনের সভাপতিত্বে ও মহাসচিব কাজী এনায়েত উল্লার পরিচালনায় সভায় সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, আয়েবার সহসভাপতি ফখরুল আকম সেলিম, ডঃ জিন্নুরাইন জায়গিরদার, শরিফ আল মোমিন, আব্দুর রব মিন্টু, হেনু মিয়া, নুরুল ওয়াহিদ, কামাল মিয়া, মনির আহমদ ও এমদাদুল হক স্বপন প্রমুখ ! এ সময় ফ্রান্স, ইতালি, গ্রীস, আয়ারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন ! সভায় বক্তারা বলেন,২০১২ সালের ১লা ডিসেম্বর গ্রীসের রাজধানী এথেন্স থেকে যাত্রা শুরু হওয়া এই সংগঠন ইউরোপের ৩০টি দেশে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে থাকে। বক্তারা বলেন, আগামী মে মাসে দুই দিন ব্যাপী আয়েবার ২য় গ্র্যান্ড কনভেনশন এবং কৃতি প্রবাসী বাংলাদেশীকে আয়েবা এওয়ার্ড প্রদান করা হবে। এছাড়া প্রবাসী্দের কল্যানার্থে ব্যাঙ্ক প্রতিষ্ঠা করা, আগামী অগাস্ট মাসে প্যারিসে ইউরোপীয়ান দেশের সমন্বয়ে আয়েবা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতসহ আয়েবার উদ্যোগে বিষয়ভিত্তিক কয়েকটি সেমিনার,প্রবাসীদের ভোটাধিকার,
প্রবাসীদের জন্য বাংলাদেশ সংসদে সংরক্ষিত আসন,বিপদগ্রস্থ প্রবাসী বাংলাদেশীদের সাহায্যার্থে এগিয়ে আসা, প্রমোটিং বিজনেসসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্বান্ত নেয়া হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আয়েবার সভাপতি ও মহাসচিব বলেন-এই একটিমাত্র সংগঠন যেখানে এক ছাতার নিচে প্রায় তিরিশটি দেশের প্রতিনিধিরা আছেন।আয়েবা দীর্গমেয়াদী ও মধ্যমেয়াদী কিছু পরিকল্পনা নিয়েছে যা খুব শিগ্রই দৃশ্যমান হবে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com