আনোয়ার
হোসেন মামুন,কাতার : কাতারে আগামী ২০ মার্চ শুক্রবার আল সামাল সিটি পার্কে সন্দ্বীপ সমিতির
বনভোজন উপলক্ষে আল সামাল সন্দ্বীপ বাসীর সাথে আলোচনা সভা করেছে সন্দ্বীপ
সমিতি-কাতার । শুক্রবার দুপুরে একটি হোটেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানের আহবায়ক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সহ সভাপতি জামসেদ এর পরিচালনায় ।
আলোচনা সভা বক্তব্য রাখেন,
সেলিম রেজা,আনোয়ার হোসেন মামুন,আকতার
হোসেন,মেরাজ আহমেদ,মোঃ বেলাল, মোঃ আলমগীর,মোঃ সফিক,শরিফ উদ্দিন সন্দ্বীপি,জসিম মোল্লা প্রমুখ । বক্তারা বলেন, সন্দ্বীপবাসী সহ আমন্ত্রিত
অতিথিদের নিয়ে একটি সুন্দর অনুষ্ঠান হবে । সকলে সহযোগিতা করলে সন্দ্বীপ
সমিতি-কাতার প্রবাসে একটি আদর্শ সংগঠনে পরিনত হবে প্রবাসের মাটিতে বাংলাদেশের
সম্মান বৃদ্ধি হবে।