সেলিম
আলম,মাদ্রিদ
: মহান সাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা করেছে
গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেইন। গত
২৬ মার্চ মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েশন হলে সংগঠনের সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও ভার
প্রাপ্ত সাধারন সম্পাদক দবির তালুকদার পরিচালনায় বক্তব্য রাখেন করেন লুৎফুর
রহমান, সাংবাদিক মিনহাজুল আলম মামুন,জালাল উদ্দিন, সুহেল আহমেদ
সামসু, আব্দুল কায়ুম সেলিম,সাংবাদিক সেলিম আলম, ফয়জুর রহমান ,মুক্তি যুদ্ধা নুর মিয়া, হুমায়ুন কবির রিগান, সানুর মিয়া ছাদ, টিপু , সিপার সহ আরো
অনেকে । বক্তারা বৃহত্তর সিলেটের কৃতি সন্তান বাংলাদেশের গৌরব মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
মোহাম্মদ আতাউল গনি ওসমানীকে সন্মান ও সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে শুরু
হওয়া আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের জন্য
সকলকে প্রবাস থেকে সার্বিক সহযোগীতার আহবান জানিয়ে বলেন , এখনো আমরা পুর্ন স্বধীনতা পাইনি ,
গনতন্ত্র চর্চার মাধ্যমে দেশকে পরাশক্তির হাত থেকে রক্ষা করতে
রাজনৈতিক ঐক্যর প্রয়োজন।