Latest News

প্রয়াত নিপুন বড়ুয়ার সদগতি কামনায় ফ্রান্সে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্টান

মোহা. আব্দুল মালেক হিমু, প্যারিস-ফ্রান্স  : প্যারিসের ওভারভিলা সার্বজনীন বৌদ্ধ বিহারে ফ্রান্স প্রবাসী প্রয়াত নিপুন বড়ুয়া পারলৌকিক শান্তি কামনায় অষ্ট পরিস্কারসহ মহা সংঘদান অনুষ্টিত হয়েছে। রোববার প্রবাসী বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে এ ধর্মীয় অনুষ্টান  করা হয়। ওভারভিলা সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অধ্যাপক প্রজ্ঞাবংশ মহাথেরর সভাপতিত্বে ধর্ম বিষয়ে বক্তব্য রাখেন ডঃ সংঘপ্রিয় মহাথের, উ কুমারা মহাথের, বিজ্ঞানন্দ মহাথের, ইউরোপিয়ান সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভান্তে জ্যোতিসার। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাক্তিত্ব শরিফ আল মোমিন, আশরাফ ইসলাম, সাংবাদিক দেবেশ বড়ুয়া, উত্তম কে বড়ুয়া, এডভোকেট টিপু বড়ুয়া, তাপস বড়ুয়া রিপন, রিজু বড়ুয়া, সাগর বড়ুয়া, রিপন বড়ুয়া শুভ, সুনন্দন বড়ুয়া, মনতোষ বড়ুয়াসহ বৃহত্তর চট্ট্রগ্রাম পরিষদ, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ ফ্রান্স শাখাসহ ফ্রান্সের বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ ।

উল্লেখ্য, গত ১২ মার্চ মাত্র ৩৩ বছর বয়সে নিপুন বড়ুয়া হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে ফ্রান্সে ইহকাল ত্যাগ করেন। তার বাড়ী চট্রগ্রামের সীতাকুন্ড থানার পান্হশালা গ্রামে । তিনি মৃত অনঙ্গ বড়ুয়া ও লাবু রাণি বড়ুয়ার ৩য় সন্তান। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com