Latest News

আত্মসমর্পণ না করলে সরকার বাধ্য হবে

এসবিএন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতের পরোয়ানা তামিল করে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, তা না হলে আদালতের রায় অনুযায়ী সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে। শনিবার দুপুরে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউটে পেশাজীবী সমন্বয় পরিষদের সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করুন। তা না হলে আদালতের রায় অনুযায়ী সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে। আদালত সমন জারি করেছেন, কিন্তু তিনি আদালতে আত্মসমর্পণ করছেন না। তার যদি আদালতের প্রতি এতটুকু বিশ্বাস থাকে তাহলে অবশ্যই তিনি আত্মসমর্পণ করতেন। অথচ তিনি আত্মসমর্পণ না করে অফিসে বসে আছেন। আইন মানবেন না, আদালত মানবেন না, কিছুই মানবেন না। তাহলে কীভাবে দেশের মানুষ আইন মানবে। বোমা মেরে মানুষ খুন, জ্বালাও-পোড়াও করে বিএনপি-জামায়াত জোট জনসমর্থন পাবে না বলেও মন্তব্য করেন তিনি। বেগম জিয়ার গতকাল শুক্রবারের সংবাদ সম্মেলনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বোমা মেরে ছোট্ট শিশু, অন্তঃসত্ত্বা মহিলা, সাধারণ মানুষ খুন করছেন, কী বীভৎস ঘটনা! তার কোনো সমবেদনাও নেই, একটি কথাও নেই। ওনার নেতাকর্মীরা নির্যাতিত, তাদের জন্য সমবেদনা জানান আর যারা এই জ্বালাও-পোড়াও করছে তাদের তিনি সাধুবাদ জানিয়েছেন। পরীক্ষার্থীরা যেন পরীক্ষা দিতে না পারেন সেই ব্যবস্থাই করেছেন খালেদা জিয়া। ছেলে- মেয়েদের দিকে তিনি ফিরে তাকিয়ে দেখেননি। তিনি আরো বলেন, ‘বিএনপি জোটের চলমান হরতালের কারণে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রায় ১৫ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে বিভিন্ন মহল থেকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেয়নি বিএনপি।

সমাবেশে সভাপতিত্ব করেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি বিচারপতি এ এফ এম মেসবাহ উদ্দিন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com