ফ্রান্স প্রতিনিধিঃ ফ্রান্সে
বসবাসরত চট্রগ্রাম বিভাগীয় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্রিয় সংগঠন বৃহত্তর
চট্রগাম সমিতি ফ্রান্স। সংগঠনটি ১৯৯৯ সাল থেকে যাত্রা শুরু করে অদ্য কাল অবধী
প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন স্বার্থ সংস্লিষ্ঠ বিষয় নিয়ে কাজ করে আসছে। দেশের
ভাবমূর্তি কৃষ্টি কালচার সংস্কৃতি ভিন দেশীদের সামনে তুলে ধরতে, প্রবাসে
বেড়ে উঠা নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সঠিক ধ্যান ধারনার মাধ্যমে
আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে নানা উৎসব আমেজের মধ্য দিয়ে দিয়ে
প্রবাসীদের মিলন মেলায় পরিণত করে তোলে। একঝাক মেধাবী ও দক্ষ সামাজিক মর্যাদা
সম্পন্ন ব্যাক্তিবর্গের সমন্বয়ে গঠিত বৃহত্তর চট্টগ্রাম সমিতি তাদের নিজস্ব স্বকীয়
ঐতিহ্য ফ্রান্স প্রবাসী সকল বাংলাদেশীকে একত্রিকরনের মাধ্যমে পরিবেষ্ঠিত করে
ইতিমধ্যে ব্যাপক প্রশংসা ও সফলতা অর্জন করেছে। বিগত দিনের মতো আগামী দিন গুলোতেও
তাদের এই চেষ্ঠা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের সভাপতি শাহনেয়াজ রশীদ রানা। গত
শুক্রবার প্যারিসের লা শাফেলে স্থানীয় একটি রেষ্টুরেন্টে চট্টগ্রামের সমিতির
কার্য্যনির্বাহী পরিষদের এক বর্ধিত সভায় বর্তমান সভাপতির ব্যাবসায়ীক কাজে ফ্রান্স
ত্যাগের কারনে সর্ব সম্মতিক্রমে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয় সিনিয়র
সহ-সভাপতি তাপস বড়ুয়া রিপনকে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন
সম্পাদক মিঠু কুমার বড়ুয়া, সহ-সভাপতি চৌধুরী বাবর সহ
সংগঠনের নেতৃবৃন্দ।