Latest News

মাদ্রিদে বাংলাদেশ এসোসিয়েশনের নতুন অফিস উদ্বোধন ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা

সেলিম আলম,মাদ্রিদ : নতুন কার্যালয় উদ্বোধন এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন গত ২৬ মার্চ মাদ্রিদে অবস্থিত সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন শেষে অনুষ্টিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি এস,আর, আই রবিন  সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিনহাজুল আলম মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আল মামুনদুলাল শাফা, আবুল কাসেম মুকুল, জহিরুল ইসলাম, সেলিম আলমবকুল খানদবির তালুকদার প্রমুখ ।বক্তারা মহান স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে বলেন,বাঙ্গালী জাতীকে অবশ্যই স্বাধীনতার চেতনাকে লালন করে মুল লক্ষে পৌঁছাতে  ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযোদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে অনুষ্টানে সংগঠনকে আরো গতিশীল করতে স্পেনে বসবাসরত সকল বাংলাদেশীদের সার্বিক সহযোগীতা কামনা করেন নেতৃবৃন্দ।      

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com