Latest News

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মিলান আওয়ামিলীগ

নাজমুল হোসেন,মিলান : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মিলান লোম্বার্দিয়া আওয়ামিলীগ।রবিবার সন্ধায় স্থানীয় একটি রেস্টুরেন্টে লোম্বার্দিয়া আওয়ামীলীগের সভাপতি শাহাদাত হোসেন সাহার সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীন আওয়ামিলীগ নেতা সিরাজুল ইসলাম গাফফার,মজিবুর রহমান হারিছ,সহ সভাপতি মান্নান মালিতা,জামিল আহমেদ,চঞ্চল রহমান,হানিফ শিপন,সাংগঠনিক সম্পাদক রয়েল তালুকদার,যুবলীগ সভাপতি খান মামুন,সেচ্ছাসেবক লীগের সভাপতি তোফায়েল আহমেদ খান তপু,বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান,পেশাজিবিলিগের সভাপতি তুহিন মাহমুদ সহ আওয়ামিলিগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ,প্রজন্মলিগ,মহিলালীগের নেতৃবৃন্দরা। 

বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে। দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়। কিন্তু বিএনপি-জামায়াতের শাসনামলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস ওঠেছিল। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের ভবিষ্যত নেতা হিসাবে আধুনিক বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছেন। তিনি বলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ বিশ্বের বুকে শীর্ষে অবস্থান নেবে। বাংলাদেশ হবে বিশ্বের উন্নত এক দেশ।বিএনপি-জামায়াত জোট মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। এ কারণে তারা সুযোগ পেলেই মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়। তিনি বলেন, বিএনপি ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়কথিত স্লোগান দিলেও কাজের ক্ষেত্রে এর উল্টোটা করছে। ইতিহাস বিকৃতি করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কেউ কখনো মুছে ফেলতে পারবে না। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com