এসবিএন
ডেস্ক :
চীনের ইউনান প্রদেশে বিমান হামলা চালিয়েছে প্রতিবেশী মিয়ানমারের বিমান বাহিনী। এতে
চারজন চীনা বেসামরিক নাগরিক নিহত ও নয়জন আহত হয়েছে। চীনের
সরকারি বার্তা সংস্থা শিনহুয়া, সিসিটিভি এবং পিপলস ডেইলি
এ খবর নিশ্চিত করেছে। চলতি সপ্তাহের প্রথম দিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক
সংবাদ সম্মেলনে ইউনান প্রদেশে মিয়ানমারের বোমা বর্ষণের কথা জানানো হয়। সংবাদ
সম্মেলনে বলা হয়েছিল, বিমান হামলায় একটি বেসামরিক বাড়ি
ধ্বংস হলেও কেউ মারা যায় নি। এরপর গতকাল (শুক্রবার) চীনা গণমাধ্যমগুলো মিয়ারমারের
বিমান হামলার খবর দিল। এদিকে, মিয়ানমারের বিমান হামলার
প্রতিবাদে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে চীন। শিনহুয়া জানিয়েছে, চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিউ ঝেনমিন মিয়ানমারের রাষ্ট্রদূত থিট
লিন ওহ-কে গতরাতে তলব করেছেন। এ সময় তিনি কড়া প্রতিবাদের পাশাপাশি বিমান হামলার
ঘটনা তদন্তের জন্য মিয়ানমার সরকারের কাছে দাবি জানান। হামলায় জড়িতদের বিচারের
মুখোমুখি করার কথাও বলেছেন চীনা মন্ত্রী। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে
সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে চীন সরকার।