এসবিএন
ডেস্ক :
গৌরবের ১১ বছর পূর্ণ করে আগামী ৪ মার্চ ২০১৫ ‘‘বাংলা কাগজ“
বারো বছর অর্থ্যাৎ এক যুগে পদার্পণ করছে। আর এই পদার্পনকে
স্মরণীয় করে রাখতে ‘‘বাংলা কাগজ“ বৃটেন ছাড়াও স্পেন,ফ্রান্স,ইটালী,স্কটল্যান্ড,আমেরিকা ও বাংলাদেশে ভিন্ন ভিন্ন বর্ষপুর্তি অনুষ্ঠানের আয়োজন করার
পরিকল্পনা গ্রহণ করা করেছে। বাংলা কাগজের সেক্রেটারী আলহাজ্ব খসরু খান জানান,বৃটেনের বার্মিংহামের লজেলস্থ ‘‘বাংলা কাগজ“
এর প্রধান কার্য্যালয়ে আগামী ৩ মার্চ রাত ১২ টা ১ মিনিটে
অনুষ্ঠিত হবে বর্ষপুর্তির মূল অনুষ্ঠান। সেখানে কমিউনিটির সর্বস্থরের মানুষের
অংশগ্রহণে কেক কাটা ছাড়াও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বাংলা কাগজের নতুন
অফিসিয়াল ওয়েভ সাইট। এছাড়া লন্ডন প্রতিনিধি তাজবীর চৌধুরী শিমুলের তত্বাবধানে
লন্ডনের স্টেফনি গ্রীণের ব্লু-মন সেন্টারে ৪ মার্চ,স্কটল্যান্ডের
এডিনবরায় কমিউনিটি নেতা নজরুল ইসলামের তত্বাবধানে ৪ মার্চ জেষ্ট ইন্ডিয়ান
রেষ্টুরেন্টে,বাংলা কাগজের ডাইরেক্টর রুহুল আমিন চৌধুরী
মামুন ও মেনচেষ্টার প্রতিনিধি গাউসুল ঈমাম চৌধুরী সুজনের তত্বাবধানে মেনচেষ্টারের
সহকারী হাইকমিশনার মিসেস ফেরদৌসী শাহরিয়ার এর উপস্থিতিতে আগামী ৭ মার্চ বিকালে
মেনচেষ্টারের প্লাটলেন ফেলোফিল লাইব্রেরীতে,স্পেনের
বার্সেলোনায় বিশেষ প্রতিনিধি লোকমান হোসেনের তত্বাবধানে বার্সেলোনার কাইয়ে
কারেতাসের তান্দুরী নাইট রেষ্টুরেন্টে রাত ১০ টায়, বাংলা
কাগজের স্পেন উপদেষ্ঠা খোরশেদ আলম মজুমদার,কমিউনিটি নেতা
আব্দুল কাইয়ুম পংকী ও সাংবাদিক বকুল খানের তত্বাবধানে ৪ মার্চ রাতে স্পেনের
মাদ্রিদের লাভাপিয়াসে,ফ্রান্সের ব্যুরো প্রধান নুরুল বিন
ওয়াহিদের তত্বাবধানে ৪ মার্চ প্যারিসে,,ইটালী ব্যুরো
প্রধান কায়সার হাওলাদারের তত্বাবধানে ৪ মার্চ ইটালীর মিলানে,আমেরিকা ব্যুরো প্রধান মাহফুজ আদনানের তত্বাবধানে ৪ মার্চ নিউইয়র্কের
ব্রডওয়ে জেকসন হাইটসের গৌরমাট রেষ্টুরেন্ট এন্ড পার্টি হলে অনুষ্ঠিত হবে বাংলা
কাগজের বর্ষপূর্তি অনুষ্ঠান। এছাড়া বাংলাদেশেও বিভিন্ন স্থানে পালন করা হবে বাংলা
কাগজের বর্ষপুর্তি। তবে মূল অনুষ্ঠান হবে বাংলাদেশ অফিস প্রধান ও বাংলা কাগজের
ডাইরেক্টর মুজিবুল হক রাজু,সম্পাদক উপাধ্যক্ষ ফরহাদ আহমেদ
ও সিনিয়র সাব এডিটর সজল ছত্রীর তত্বাবধানে ৪ মার্চ সিলেটের রাজা ম্যানশনে বাংলা
কাগজের বাংলাদেশ অফিসে।