Latest News

ফ্রান্সে কুলাউড়া এসোসিয়েশনের উদ্যোগে এডভোকেট আতাউর রহমান শামীমের কে সংর্বধনা প্রদান

মোহা: আব্দুল মালেক হিমু, ফ্রান্স : ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের আওয়ীমীলীগ প্রার্থী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, আমেরিকান কমিউনিটি লিডার কুলাউড়া কৃতি সন্তান এডভোকেট আতাউর রহমান শামীমের ফ্রান্স আগমন উপলক্ষে সংর্বধনা প্রদান করা হয়েছে । বৃহস্পতিবার বিকেলে প্যারিসের গার দু নর্দ এর একটি হলে কুলাউড়া এসোসিয়েশন ফ্রান্স এ সংর্বধনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি শাহজাহান উদ্দিনের সভাপত্বিতে সভা পরিচালনা করেন সাধারন সম্পদক পারভেজ রশিদ খান । সংর্বধিত অতিথি ছাড়াও সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা ওয়াহিদ ভার তাহের, আওয়মীলীগ নেতা লিটন খান, বিয়ানীবাজার জনকল্যান ট্রাষ্টের সাধারন সম্পাদক আলী হোসেন, বিশিষ্ট কমিউনিটি নেতা স্বপন আহমদ, মিজানুর রহমান, কুলাউড়া এসোসিয়েশনের সাংগটনিক সম্পাদক শাহান শহিক, এস এ টিভির ফ্রান্স প্রতিনিধি ও কুলাউড়া এসোসিয়েশনের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক হিমু, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ প্রতিনিধি সৈয়দ আলী আকবর জসিম, লক্ষিপাশা উন্নয়ন পরিষদের বেলাল আহমদ । সংর্বধিত অতিথি আতাউর রহমান শামীম বলেন, প্রবাসীদের নিয়ে আমি অনেক গর্ব করি, কারণ প্রবাসীরা ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের জন্য ফান্ড সংগ্রহ করে দেশে অর্থ পাঠিয়ে আমাদের স্বাধীনতা লাভে অসামান্য অবদান রেখেছেন। আজও পর্যন্ত প্রবাসীদের কষ্টার্জিত টাকায় আমাদের দেশ এগিয়ে যাচ্ছে । প্রবাসীদের অবদান আমরা আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবো। এ সময় আরো উপস্থিত ছিলেন কুলাউড়া এসোসিয়েশনের সহ সাধারন সম্পাদক নাজমুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক বিষনু দে, প্রচার সম্পাদক আব্দু রব পলাশ, দপ্তর সম্পাদক ফয়েজ আহমদ তপন, মাজেদুল ইসলাম ফখরুল, সিনিয়র সদস্য রুহুল আহমদ, স্বপন আহমদ, জাহিনুর রহমান সুমন, তায়েফ আহমদ, মাদব কান্তি দেব, ফখরুল ইসলাম, শুভন আহমদ, হাসান আহমদ, রাসু মিয়া, হাবির, সুমন ঘোষ, তায়েফ, কৌশিক, রুহেল প্রমুখ ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com