Latest News

মাদ্রিদে বাংলা কাগজের জাক জমক ভাবে বর্ষপূর্তি পালন ( ভিডিওসহ )‏

সেলিম আলম মাদ্রিদ:স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনায় পৃথক দু'টি অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা কাগজ পত্রিকার ১১ বছর পূর্তি উৎসব উদযাপন করা হয়েছে। গতকাল  রাজধানী শহর মাদ্রিদে বাংলা কাগজের ১১ বছর পূর্তিতে কেক কাটেন উপস্থিত সুধীজন।কামরুল জামান সুন্দর এর সভাপতিত্বে ও দবির তালুকদার এর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তারা বলেন, বাংলা কাগজই একমাত্র পত্রিকা যা একই সাথে ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স ও বাংলাদেশ থেকে এক যোগে প্রকাশিত হয়ে এই প্রবাসে বাংলা কমিউনিটর সেবা করছে।বাংলা কাগজের মাদ্রিদ প্রতিনিধি ও আমাদের দেশ পত্রিকার স্পেন প্রতিনিধি বকুল খানের শুভেচ্ছা বক্তব্যে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বাংলা কাগজের স্পেন উপদেষ্টা খুরশেদ আলম মজুমদার,কমিউনিটি নেতা ও আব্দুল কাউয়ুম পংকি,স্পেন আওয়ামীগের সিনিওর সহ সভাপতি আক্তার হোসেন আতা,  স্পেন আল ইসলাহ সভাপতি মৌঃআব্দুর রাজ্জাক,বাংলা টিভি ও স্পেন বাংলা নিউজ নিউজ ডট কমের মাদ্রিদ প্রতিনিধি
সেলিম আলম,মাদ্রিদ থেকে প্রকাশিত দেশ কন্ঠ এর সম্পাদক এ এম জহিরুল ইসলাম, মানবাধিকার কর্মী ফজলে এলাহী,স্পেন যুব দলের সভাপতি রমিজ উদ্দিন,আওয়ামীলীগ নেতা জাকির হোসেন,সংবাদ কর্মী জিদ্দি চৌধুরী,আওয়ামীলীগ নেতা রিজভী আলম,বিএনপি নেতা নাজমুল ইসলাম নাজু,আওয়ামীলীগ নেতা সেলিম রেজা,আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, ছাত্রনেতা আবু জাফর রাসেল,হুমায়ন কবির রিগান,যুবদলের কর্মী ছানুর মিয়া ছাদ,নিজাম মুন্সী,ছায়দুল হক টিপু প্রমুখ।পরে বাংলা কাগজ পত্রিকার জন্মদিনের কেক কাটেন উপস্থিত সুধীজন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com