Latest News

জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে মিডল্যান্ড ও লন্ডন শাখার পক্ষ থেকে লন্ডন ও বার্মিংহাম শহীদ মিনারে মহান স্বাধীনতা দিবসে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদানদের প্রতি শ্রদ্ধা নিবেদন

রাজিব আহমদ,বৃটেন : যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে ও সমর্থনে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে বিশ্বব্যাপী ক্যাম্পেইনরত সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকে কেন্দ্রীয় কমিটি লন্ডন মহানগর শাখা ও মিডল্যান্ড শাখার পক্ষ থেকে গত ২৬ শে মার্চ প্রথম প্রহরে বার্মিংহাম, ওল্ডহাম ও লন্ডনের আলতাব আলী পার্কে কের্ন্দ্রীয় শহীদ মিনারে পৃথক পৃথকভাবে মহান স্বাধীনতা দিবসে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে মহান শহীদানদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কনভেনার সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ ও কেন্দ্রীয় ডেপুটি কনভেনার ৭১এর বীর মুক্তিযোদ্ধা এম মোস্তাফিজুর রহমান মানিকের নেতৃত্বে ৫০জন নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করেছেন। সংগটনের লন্ডন শাখার কনভেনার জুবায়ের আহমদ সেলিম ও জেনারেল সেক্রেটারী আমিনুর রহমান কাবিদসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সংগঠনের মিডল্যান্ড শাখার কনভেনার সিতার আহমদ, মুক্তিযোদ্ধা মিছির আলি, রমিজ উদ্দিন শাহেদ মিয়া, কবির মিয়া ফরিদ, জাহাঙ্গীর হোসেন মান্নান কয়েস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বার্মিংহাম শহীদ মিনার এ পুস্পস্তবক অর্পন করার মাধ্যমে শহীদানদের প্রতি  শ্রদ্ধা নিবেদন করেন।
 লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের পূর্বে লন্ডনের স্থানীয় এক রেস্টুরেন্টে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ইন ইউকের কেন্দ্রীয় কনভেনার সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদের সভাপতিত্বে এবং ডেপুটি কনভেনার ৭১এর বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ মো: তাহির উল্ল্যাহ, আবুল হোসেন ওয়াদুদ, আলহাজ্ব লিয়াকত আলি, মুজিবুর রহমান জসিম, রুহুল আমিন রুহেল, নজরুল ইসরাম আকিব, লিলু মিয়া, জুবায়ের আহমদ সেলিম, আমিনুর রহমান কাবিদ, আকলাকুর রহমান, আব্দুল মুহিত আফজল, রাধা কান্ত ধর, রুহেল আমিন খান, আব্দুল ওয়াহিদ বাবুল, আলমগীর আলম, আমজাদ হোসেন সানি, জাহির উদ্দিন আলী, নজরুল ইসলাম, শাহ মো: শাফি কাদির, ফেরদৌস রহমান, সেলিম আহমদ, আজাদুর রহমান, লিপি হালদার, মুহিদ রহমান, এম এ জাকির খান, আব্দুল মোহাইমিন পারভেজ, আব্দুল রব, নজরুল ইসলাম ইমন, শাওন রহমান, দেওয়ান ফাহিম চৌধুরী, সাজ্জাদ খান নিক্সন, আনোয়ার হোসেন, মাহমুদ আলী, ওয়াসিম আহমদ, রাজিব আহমদ, মো: রাহাত জামিল, আতিকুল ইসলাম, আব্দুস সামাদ ও মনির হোসেন প্রমুখ। সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা কনভেনার সাবেক ছাত্রনেতা মকিস মনসুর আহমদ এবারকার মহান স্বাধীনতা দিবসে লন্ডন, ওল্ডহাম ও বার্মিংহাম শহীদ মিনারে আমাদের বিভিন্ন শাখার পক্ষ থেকে শহীদানদের প্রতি পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংগটনের কর্মকান্ডে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে আরও বলিষ্ট ভূমিকা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।  সংগঠনের কেন্দ্রীয় ডেপুটি কনভেনার মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক চিহ্ণিত যুদ্ধাপরাধিদের বিচার দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com