Latest News

গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বৃটেন থেকে তৌফিক আলি মিনার: গত ২৬ শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বৃটেনের বাংলাদেশী কমিউনিটির সর্ববৃহৎ সংগটন গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে সেন্ট্রাল লন্ডনের সংগটনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় চেয়ারপার্সন কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে এবং সংগটনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারী ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর ও কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী সাংবাদিক মকিস মনসুর আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিটি লিডার সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মুক্তিযোদ্ধা আমান উদ্দিন, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মানিক, কাউন্সিলার শাহ আলম, ড: মুজিবুর  রহমান, ড: জাকি রেজওয়ানা আনোয়ার, তৌফিক আলি মিনার, শেখ মো: তাহির উল্ল্যাহ, ফয়জুর রহমান, আলহাজ্ব লিয়াকত আলি, শিহাবুজ্জামান কামাল, লিলু মিয়া, নূর বকস, মাওলানা রফিক আহমদ, হারুনুর রশিদ, আমির আলি, আব্দুল ওয়াহিদ বাবুল, খালেদ চৌধুরী, জাকির হোসেন কয়েস, আব্দুল বাছিত বাদশাহ, আব্দুল রহিম রনজু, সৈয়দ এস করিম, শাহ মো: শফি কাদির, জহির উদ্দিন আলি, ফেরদৌস রহমান, মোশাহিদুর রহমান, বদরুর মনসুর, আব্দুল বাছিত রফি, শাহ স্বপন, আব্দুল হান্নান, আলমগীর আলম প্রমুখ। সভার শুরুতেই দোয়া পরিচালনা করেন মাওলানা আরমান আলি।


এদিকে সংগঠনের পক্ষ থেকে ২৫শে মার্চ রাত ১২.০১ মিনিটের সময় লন্ডনের আলতাব আলী পার্কে মহান শহীদানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন কেন্দ্রীয় চেয়ারপার্সন নূরুল ইসরা  মাহবুব, জেনারেল সেক্রেটারী সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, জয়েন্ট সেক্রেটারী মকিস মনসুর আহমদ, শেখ তাহির উল্ল্যাহ, লিয়াকত আলী, শাহ শাফি কাদির, হারুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।  সংগঠনের চেয়ারপার্সন নূরুল ইসলাম মাহবুব উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com