Latest News

ভেনিস বিএনপির সাংবাদিক সম্মেলন

নাজমুল হোসেন,মিলান : জনগনের চাপের মুখে সরকার রানা প্লাজার রানাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কিন্ত গুম হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, যুগ্ন মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রি সালাউদ্দিন আহম্মেদকে আজও উদ্বার করে জনসম্মখে কিনবা আদালতে হাজির করতে পারে নি। এর অর্থ হচ্ছে সরকার সরাসরি এই গুমের সাথে জড়িত। আর এর প্রতিবাদ জানিয়ে ভেনিস বিএনপি মেস্ত্রের স্থানীয় রেস্টুরেন্টে রবিবার সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে মিডিয়ার মাধ্যমে তাদের লিখিত বক্তব্য উপস্থাপন করে সংগঠনের সাধারন সম্পাদক কামরুজ্জামান বাবু । এছাড়াও উপস্থিত ছিলেন ভেনিস বিএনপির সভাপতি আবদুল আজিজ সেলিম, সহ সভাপতি হোসেন আলী, সফিক হাসান, ১ম যুগ্ন সাধারন সম্পাদক সুমন সিকদার, সাংগঠনিক সম্পাদক শমসের আকবর পলাশ, অতিথি হিসেবে ছিলেন ব্রেসিয়া বিএনপির ১ম যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ও ইতালী সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি খোকন আহমেদ সহ আরো অনেকে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com