Latest News

বৃটেনের সোয়ানসীর প্রবীন মুরব্বী মৌলভীবাজার একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের উপদেষ্ঠা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল হক সুরত মিয়া আর নেই :: মঙ্গলবার সোয়ানসী মসজিদে নামাজে জানাযা

মকিস মনসুর আহমদ,ওয়েলস : বৃটেনের ওয়েলসের সোয়ানসী শহরের প্রবীন মুরব্বী বিশিষ্ট সমাজসেবক মৌলভীবাজার জেলা সদরের কচুয়া গ্রামের কৃতি সন্তান মৌলভীবাজার একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্ঠা আলহাজ্ব আব্দুল হক সুরত মিয়া গত ২ শে মার্চ শুক্রবার সন্ধ্যা ৬.১০ মিনিটে সোয়ানসী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ৬ পুত্র, ১কন্যা ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের নামাযে জানাজা আগামী ২ শে মার্চ মঙ্গলবার দুপুর ১ঘটিকায় বাদ জোহর সোয়ানসীর সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমের বড়ছেলে বিসিএর ইউকের ভাইস প্রেসিডেন্ট ওয়েলস বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের চেয়ারম্যান ডেইলি সিলেট ও দৈনিক মৌলভীবাজার এর পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ কয়সর নামাজে জানায় অংশ গ্রহণ ও তার পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। মরহুম আব্দুল হক সুরত মিয়ার মরহেদ আগামী ২ শে মার্চ বুধবার বাংলাদেশ বিমানযোগে বাংলাদেশে নিয়ে কচুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com