Latest News

সাড়ে ৩ মাস ধরে যৌথ মহড়া চালাবে আমেরিকা ও বুলগেরিয়া

এসবিএন ডেস্ক : ন্যাটো সদস্য দেশ বুলগেরিয়া এবং আমেরিকা ধারাবাহিক যৌথ মহড়া চালাবে। সাড়ে তিন মাসের এ সামরিক মহড়া আগামীকাল থেকে শুরু হবে। লাটভিয়ায় মার্কিন শতাধিক ট্যাংক ও সাঁজোয়া গাড়ি পাঠানো এবং কৃষ্ণ সাগরে সাম্প্রতিক নৌ মহড়ার পর নতুন করে এ মহড়া শুরু হতে চলেছে। দ্বিপাক্ষিক এ মহড়ায় যোগ দেয়ার জন্য সাড়ে তিনশমার্কিন সেনা কর্মকর্তা বুলগেরিয়ায় যাবেন বলে সোফিয়া জানিয়েছে। এছাড়া, মহড়ায় অংশ নেয়ার জন্য মার্কিন ট্যাংক, হেলিকপ্টার ও সাঁজোয়া গাড়িও বুলগেরিয়ায় পৌঁছাবে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় বুলগেরিয়ার নোভো সেলো প্রশিক্ষণ রেঞ্জে এ মহড়া চলবে। সংকটের সময় বুলগেরিয়ার সেনাবাহিনীর জবাব দেয়ার সক্ষমতা নিয়ে এ মহড়া হবে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান।

এদিকে বুলগেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, দেশটির সামরিক অবকাঠামো আধুনিকায়ন করার জন্য তিন কোটি ডলার ব্যয় করেছে আমেরিকা। এছাড়া, আগামী জুলাই মাসে ইউক্রেনে বার্ষিক মহড়ায় যৌগ দেবে বুলগেরিয়ার সেনাবাহিনী।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com