এসবিএন ডেস্ক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সাপখালী খাল থেকে মুক্তিপণের টাকা নেয়ার সময়
বনডাকাত বাহিনীর প্রধান মাহমুদসহ দুই জনকে আটক করে পুলিশ দিয়েছে স্থানীয় জনতা। এ
সময় দুই জেলেকে উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে সাপখালী খাল থেকে
তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-বাহিনী প্রধান মাহমুদ আলী (২৮)। তিনি
শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের জবেদ আলীর ছেলে। অপর বনডাকাত নাম আবু তালেব
(৩৭)। তিনি আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মোসলেম উদ্দিন গাজীর ছেলে। উদ্ধারকৃত
জেলেদের নাম পরিচয় এখনও জানা যায়নি। শ্যামনগর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মুক্তিপণের
টাকা ডাকাতদের কাছে দেয়ার সময় স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়।
একই সময় দুই জেলেকেও উদ্ধার করে স্থানীয় জনতা।