Latest News

এপ্রিলে স্পেনে মেশিন রিডেবোল পাসপোর্ট

সাহাদুল সুহেদ : আগামী মাসের প্রথম/দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাংলাদেশীদের মেশিন রিডোবোল পাসপোর্ট (ডিজিটাল পাসপোর্ট) তৈরীর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স শাখাওয়াত হোসেন । গত ২৫ মার্চ স্পেন বাংলা নিউজ ডট কম কে তিনি আরো জানান, মেশিন রিডেবোল পাসপোর্ট তৈরীর জন্য ইতোমধ্যে মেশিন বসানো হয়েছে । তিনি আশা ব্যক্ত করে বলেন,আগামী মাসের ১ম/২য় সপ্তাহেই এখানকার প্রবাসীদের ডিজিটাল পাসপোর্ট প্রদানের কার্যক্রম শুরু করা যাবে । এদিকে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশীরা দূতাবাসে গেলে পাসপোর্ট রিনিউ না করে ডিজিটাল পাসপোর্টের জন্য দূতাবাস কর্মকর্তারা তাদেরকে অপেক্ষা করার জন্য পরামর্শ দিচ্ছেন বলে জানা গেছে ।
উল্লেখ্য, এ বছরের নভেম্বরের পর থেকে মেশিন  রিডেবোল পাসপোর্ট ছাড়া কোন এয়ারলাইন্সে ভ্রমণ করা যাবে না । বিশেষ করে মালেয়েশিয়া, আরব আমিরাত, দুবাই, কুয়েত সহ অধিকাংশ দেশের নিষেধাজ্ঞার কারনে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকা) এ নির্দেশনা জারি করেছে । বাংলাদেশ সরকারও প্রবাসী বাংলাদেশীদের জরুরী ভিত্তিতে এমআরপি দেয়ার  নির্দেশ দিয়েছে । রাষ্ট্রদূতদের বলা হয়েছে, প্রয়োজনে আউট সোর্সিংয়ের ( বাইরের প্রতিষ্টান) মাধ্যমে দ্রুত তম সময়ের মধ্যে তা দিতে হবে । এ জন্য প্রয়োজনীয় বাজেটও বরাদ্দ করা হয়েছে । 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com