Latest News

বাংলাদেশে মানবাধিকার লঙ্গনের প্রতিবাদে স্পেনে বিক্ষোভ সমাবেশ (ভিডিওসহ)

সেলিম আলম,মাদ্রিদ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের মাধ্যমে জনজীবনে শান্তি ফিরিয়ে আনা এবং তত্বাবদায়ক সরকারের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবে করেছে ভালিয়েন্তে বাংলা ও লা ভোজ দে লা দেরেসোস নামের পৃক দুটি সংগঠনগত ২৯ মার্চ স্পেনের রাজধানী মাদ্রিদের সলে অনুষ্টিত সভায় বাংলাদেশের চরম মানবাধিকার লঙ্গন,গুম,হত্যা,খুন,বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা হরন এবং সর্বপরি দেশের গনতন্ত্র ফিরিয়ে দেয়ার দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশে  বিপুল সংখ্যক বাংলাদেশী ছাড়াও স্প্যানিশরা অংশগ্রহন করে।  বিরোধী দল ও মতানুদর্শীদের দমিয়ে রাখতে বিচার বহির্ভূত হত্যা, ক্রসফায়ার,সহ জনগনের উপর একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে সরকার অভিযোগ করে বক্তারা বলেন, বিচার বিভাগে সরকারের আজ্ঞাবাহকরাই চাকরী করছেন বিধায় সেখান থেকে সু বিচার  জনগন পাচ্ছে না , দেশের আইন শৃঙ্খলা বাহীনীর সাথে আওয়ামী ঘরানার সন্ত্রাসীরা বিরধী দলের নেতা কর্মীকে ধরে নিয়ে ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা, গুলী করে পঙ্গু, নির্যাতনের মাধ্যমে জীবনীশক্তি শেষ করে দিচ্ছে, নদীমাতৃক বাংলাদেশের নদী গোলো এখন আর পলি মাটি বহন করে সাগরে যায়না ,যায় মানুষের লাশ নিয়ে, জেলেদের জ্বালে মাছের পরিবর্তে উঠে আসে বস্তা বন্দী গলিত মানুষ।  এ সময় বক্তব্য রাখেন, মানবাধীকার কর্মী ফজলে এলাহি, রমিজ উদ্দিন ,
রাজনীতিবিদ ও সমাজ সেব খোরশেদ আলম মজুমদার, কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ আব্দুল কাইউম পংকি, মিজানুর রহমান  বিপ্লব,শরিফ মনির, মোখলেচুর রহমান দিদার, মোরশেদ আলম,সাংবাদিক নুরুল আলম, জাহিদুল আলম মাসুদ, ইসলাম উদ্দিন পঙ্কি, রিয়াজ উদ্দিন লুতফুর, আবু জাফর রাসেল  সুহেলি সারমিন, আফরুজা বেগম, লুতফুন্নাহার , স্প্যানিশ মানবাদিকার কর্মী পান্দেস্থিনো, ক্রিষ্টিনা, মারিয়া, আইনজীবি আলীখান্দ্রা প্রমুখ এ ছাড়  উপস্থিত ছিলেন সাংবাদিক কেয়া খান, কামরুজ্জামান সুন্দর, ফখরুল হাসান ,নাজু ইসলামসানুর মিয়া ছাদহুমায়ুন কবির রিগ্যান, সাইদুল হক টিপ  সহ দেশ প্রেমিক অসংখ্য প্রবাসী বাংলাদেশী । বক্তারা সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলি উদ্ধার সহ সহ সকল নেতাকর্মীদের জুলুম, নির্যাতন বন্ধ করার আহবান জানিয়ে আরো বলেন সমস্ বাংলাদশের জেলখানার ধারন ক্ষমতা পয়ত্রিশ হাজার থাকলে ও সেখানে সরকারের সমালোচনা বা বিরধী মতের কারনে কারা বন্দির  বর্তমান সংখ্যা এক লক্ষ ত্রিশ হাজারের ও উপরে,   সরকারের বিভিন্ন দুর্নতি ও  অপকর্মের সংবাদ প্রচার বন্ধ করতে সাগর রুনির মতো সাংবাদিকদের হত্যা,
মাহমুদুর রহমানের মতো দেশ প্রেমিক কলম সৈনিকদের দিনের পর দিন জেলখানাতে নির্যাতন এবং অন্যান্য ইলেকট্রনিক্স মিডিয়া প্রধানদের  বন্দী  করে আওয়ামীলীগ তাদের  বাকশালী কার্যক্রম অব্যাহত রেখেছে, জনগন এই সরকারের হাত থেকে মুক্তি চায়, চায় দেশ কে ভারতের দালালদের কাছ থেকে উ
দ্ধার করতে।

 সমাবেশে অংশ গ্রহন করে সেভ বাংলাদেশ ইন স্পেন, পেট্রিয়ট বাংলাদেশ ইন স্পেনস্বাধীনতা ফুরাম সহ  অরাজনৈতিক সংগঠন গুলো  ।      


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com