Latest News

দক্ষিণ আফ্রিকায় অভিবাসী বিরোধী বিক্ষোভ সংঘর্ষ

এসবিএন ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় অভিবাসী বিরোধী বিক্ষোভ থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে । ১৬ এপ্রিল, বৃহস্পতিবার দিনে ও রাতে অভিবাসীদের পক্ষে ও বিপক্ষে বিক্ষোভ হয়েছে। রাতে এই বিক্ষোভ সংঘর্ষে রূপ নেয়। দক্ষিণ আফ্রিকার প্রধান বাণিজ্যিক শহর জোহানেসবার্গে এই সংঘর্ষ ভয়াবহ রূপ ধারণ করেছে। অভিবাসীবিরোধী বিক্ষোভকারীরা বিদেশিদের দেশ ছেড়ে যাওয়ার দাবিতে স্লোগান নিয়ে রাস্তায় নেমে আসে। এসময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে বেশ কিছু মানুষ আহত হয়েছে। এদিকে বিদেশিদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বড় ধরনের বিক্ষোভ হয়েছে জোহানেসবার্গে। প্রতিবাদকারীদের গতিরোধ করে কোথাও কোথাও তাদের ওপর হামলা চালিয়েছে অভিবাসীবিরোধীরা। জোহানেসবার্গের ডেপুটি পুলিশ কমিশনার মেজর জেনারেল ফুমজো জানিয়েছেন, সংঘর্ষের সময় ১৮ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি শান্ত করার জন্য বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com