Latest News

গঠিত হচ্ছে কুমিল্লা বিভাগ

এসবিএন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাকসাম থেকে চিনকি আস্তানা ডাবল রেললাইন উদ্বোধনকালে বর্তমান চট্টগ্রাম বিভাগকে দুই ভাগ করে বৃহত্তর কুমিল্লার জেলাগুলো নিয়ে কুমিল্লা বিভাগ গঠনের ঘোষণা দিয়েছেন। ঢাকা বিভাগও দুই ভাগ করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী জানান, সরকার এরই মধ্যে এ ব্যাপারে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। খবর বাসসের।
গত ১৮ এপ্রিল, শনিবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ইয়ার্ড রি-মডেলিং কাজের উদ্বোধন, লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকারের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত অনুসারে বিভাগগুলো ভাগ হবে। স্বাধীনতার পর ১৯ সাব-ডিভিশন থেকে ৬৪টি জেলা সৃষ্টি করে বঙ্গবন্ধু এ উদ্যোগ নিয়েছিলেন।
কুমিল্লার জেলা

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com